For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ি কেনার ক্ষেত্রে স্বস্তির খবর দিল জিএসটি কাউন্সিল, বাড়ল ট্যাক্স ফাইলিং-এর সময়সীমা

জিএসটির জেরে নিত্য প্রয়োজনীয় ৪০ টি সামগ্রীর দাম কম হওয়ার পাশপাশি, ছোট গাড়ির দাম যতটা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল ততটা বাড়ছেনা।

  • |
Google Oneindia Bengali News

জিএসটির জেরে নিত্য প্রয়োজনীয় ৪০ টি সামগ্রীর দাম কম হওয়ার পাশপাশি, ছোট গাড়ির দাম যতটা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল ততটা বাড়ছেনা। জিএসটি কাউন্সিলের টানা ৮ ঘণ্টার বৈঠকে আরও বেশ কিছু ইতিবাচক দিক সামনে এসেছে।

[আরও পড়ুন:জিএসটিতে এই ছাড় দিল কেন্দ্র][আরও পড়ুন:জিএসটিতে এই ছাড় দিল কেন্দ্র]

গাড়ি কেনার ক্ষেত্রে স্বস্তির খবর দিল জিএসটি কাউন্সিল, বাড়ল ট্যাক্স ফাইলিং-এর সময়সীমা

অরুণ জেটলি জানিয়েছেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে লাভের পাশপাশি উৎপাদন বাড়ানোর দিকে উৎসাহ দিতে চায় কেন্দ্র। ১০ শতাংশের একটি অংশ সেস হিসাবে এই ইন্ডাস্ট্রির ওপর লাগু করা হয়েছে।মাঝারি গাড়িতে ২ শতাংশ, বিলাসবহুল গাড়িতে ৫ শতাংশ, SUV তে ৭ শতাংশ হারে সেস বসানোর কথা বলা হয়েছে। এরফলে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মধ্যবিত্তরা। এমনটাই ধরাণা বিশেষজ্ঞদের। এছাড়াও রিটার্ন ফাইলিং এর ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হয়েছে।

জিএসটি কাউন্সিল ইতিমধ্যেই ৪০ টি সামগ্রীর ওপর করের শতাংশ কমিয়েছে। তার মধ্যে রয়েছে রোস্টেড গ্রাম, শুকনো তেঁতুল, কাস্টার্ড পাউডার, ধুপ আগরবাতি, দোসা মিক্স, অয়েল কেক , প্লাস্টিকের রেনকোট সমতে বহু জিনিস। এছাড়াও খাদির দোকান থেকে যে সমস্ত সামগ্রী বিক্রি হয়। তার দামও কমানো হবে।

গাড়ি কেনার ক্ষেত্রে স্বস্তির খবর দিল জিএসটি কাউন্সিল, বাড়ল ট্যাক্স ফাইলিং-এর সময়সীমা

কাউন্সিল চাইছে যে দেশের মানুষ গোটা জিএসটি সিস্টেম সম্পর্কে ধাতস্থ হোক। তাই ট্যাক্সফাইলিং এর সময়সীমা বাড়ানো হয়েছে।

কয়েকজন মন্ত্রীকে জিএসটি প্যানেলে রাখা হয়েছে। যেখানে রাজ্য ও কেন্দ্রের মন্ত্রীরা রয়েছেন। উল্লেখ্য, দেশের তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রেও জিএসটি সংক্রান্ত নানা সমস্যা সমাধান করার জন্য পদত্রেপ নিতে চলেছে কাউন্সিল।

English summary
The GST Council did not raise the cess on auto industry as much as it was expected to, lowered rates on 40 items of daily use, extended the date for filing returns and set up a panel of ministers to monitor issues faced by the GST network.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X