For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটের পর কাউন্সিলের বৈঠকে কিসে কমল জিএসটি?

মোদী-টু সরকারের বাজেটের পর প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠকে তেমন সুবিধের হল মধ্যবিত্তের কাছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে শনিবার বসেছিল বৈঠক।

Google Oneindia Bengali News

দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের বাজেটের পর প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠকে তেমন সুবিধের হল মধ্যবিত্তের কাছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে শনিবার বসেছিল বৈঠক। তাতে সিদ্ধান্ত হয়েছে বৈদ্যুতিন গাড়ি উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বাজেটের পর কাউন্সিলের বৈঠকে কিসে কমল জিএসটি?

গণপরিবহণের মাধ্যম হিসেবে বৈদ্যুতিন বাস কিনলে তা জিএসটি ফ্রি করে দেওয়া হবে বলেও জানিয়েছে কাউন্সিল। দূষণ রোধে ইদানিং বৈদ্যুতিন বাস চালানোর উপরে জোর দিতে শুরু করেছে মোদী সরকার। কলকাতা, দিল্লির মতো একাধিক শহরের রাস্তায় দেখাও যাচ্ছে বৈদ্যুতিন বাস। ১ অগস্ট থেকে কার্যকর হবে এই নয়া জিএসটি।

এবারের বাজেটে বৈদ্যুতিন গাড়ি কিনলে ১.৫ লাখ টাকা কর মাফের কথাও ঘোষণা করেছে মোদী সরকার। বিভিন্ন রাজ্যে সরকারি পরিবহণ হিসেবে বৈদ্যুতিন বাস চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। তার জন্য ১০,০০০ কোটি টাকাও বরাদ্দ করেছে সরকার।

দূষণ রোধে পেট্রোল এবং ডিজেলের গাির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে শুরু করেছে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। সেকারণে পট্রোল এবং ডিজেল গাড়ির রেজিস্ট্রেশন ফি ৫০০০ টাকা করা হয়েছে। সেই রেজিস্ট্রোশন রিনিউ করতে ১০,০০০ টাকা ধার্য করা হয়েছে। ৬০০ টাকার জায়গায় ৫০০০ টাকা এবং ১০,০০০ টাকা করা হয়েছে। নতুন মাসের জিএসটি জমা দেওয়ার সমযসীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।

English summary
GST rate on electrical vehicles from 12 per cent to 5 per cent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X