For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটিতে দাম কমতে পারে আরও অনেক পণ্যের

বেশ কয়েকটি জিনিসের দাম কমাতে পারে জিএসটি কাউন্সিল।

  • |
Google Oneindia Bengali News

ফের একদফা বেশ কয়েকটি জিনিসের দাম কমাতে পারে জিএসটি কাউন্সিল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জিএসটিতে মুখ্যমন্ত্রীদের কাউন্সিলের প্রধান। বিশ্বশর্মা বলেছেন, বিভিন্ন পণ্যে কম কমানো বা তা রিভিশন করা একটি চলমান প্রক্রিয়া। তবে তা রাজস্বের সঙ্গে খাপ খাওয়াতে হবে।

জিএসটিতে দাম কমতে পারে আরও অনেক পণ্যের

তবে সর্বোচ্চ ২৮ শতাংশের স্ল্যাবে যে সমস্ত পণ্য রয়েছে তার সবকটির করই কমে যাবে এমনটা ভাবা ঠিক নয়। অনেক বিলাসবহুল পণ্য এই স্ল্যাবে রয়েছে যা থেকে সরকারের ঘরে রাজস্ব আসছে। তবে কিছু পণ্যে অবশ্যই করের হার কমে আসতে পারে।

হিমন্ত বিশ্বশর্মার মতে, হ্যান্ডিক্র্যাফ্ট, হ্যান্ডলুমজাত পণ্য, রিয়েল এস্টেটের নানা সামগ্রী নিয়ে পরের বছরের জানুয়ারির শেষে জিএসটি বৈঠকে আলোচনা হবে। তবে করের স্ল্যাব কমানো হবে না বলেই জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত সপ্তাহে জিএসটি কাউন্সিলের ২৩ তম বৈঠক বসেছিল অসমের গুয়াহাটিতে। সেখানে বৈঠক শেষে বড় ঘোষণা করে কেন্দ্র। সর্বোচ্চ ২৮ শতাংশের স্ল্যাবে মোট ২২৭টি পণ্য আগে রাখা হয়েছিল। তা কমাতে কমাতে মাত্র ৫০টিতে নামিয়ে আনা হয়েছে।

English summary
GST Council may cut tax rates on more goods, hints GoM minister Himant Biswa Sarma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X