For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভার নির্বাচন! সাধারণের ওপর থেকে কমতে চলেছে ৪০টি পণ্যের কর

সাধারণ মানুষের ওপর থেকে কমানো হল করের বোঝা। নতুন দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠকে ৪০ টি জিনিসের ওপর থেকে করেরপরিমাণ কমানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সাধারণ মানুষের ওপর থেকে কমানো হল করের বোঝা। নতুন দিল্লিতে জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠকে ৪০ টি জিনিসের ওপর থেকে করের পরিমাণ কমানো হয়েছে। এদিনের বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

 লক্ষ্য লোকসভার নির্বাচন! সাধারণের ওপর থেকে কমতে চলেছে করের বোঝা

পুদুচেরির মুখ্যমন্ত্রী তথা জিএসটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য, কংগ্রেস নেতা ভি নারায়ণস্বামী বলেছেন, কংগ্রেসের মূল দাবি ছিল, সব জিনিসের দাম কমিয়ে ১৮% কিংবা তার কম করের আওতায় আনতে হবে। একমাত্র প্রসাধনী জিনিস বাদ দিয়ে সরকার এই দাবিতে রাজি হয়েছে। ৩৪ টি জিনিস ছাড়া বাকি সব জিনিসের দাম ১৮ শতাংশ কিংবা তার নিচে নেমে যাবে বলে জানিয়েছেন তিনি।
সাধারণ মানুষের ব্যবহার্য ৩৩ টি জিনিসকে ১৮, ১২ এবং ৫ শতাংশ করের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সাতটি জিনিস যেগুলি আগে ২৮% করের আওতায় ছিল, সেগুলিকে ১৮% করের আওতায় আনা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ৯৯ % জিনিসকে ১৮% কিংবা তার থেকে কম করের আওতায় আনা হবে। এদিন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সরকার সেই দিকেই এগোচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে জিএসটি-র পাঁচটি ধাপ রয়েছে। শূন্য থেকে শুরু। এরপর রয়েছে, ৮, ১২, ১৮ এবং ২৮ শতাংশ কর।

English summary
GST Council decides to lower tax on 40 products
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X