For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sukanya Samriddhi Yojana-তে প্রত্যেকদিন মাত্র এক টাকাতে নিশ্চিত করুন মেয়ের ভবিষ্যৎ! পান দেড় লক্ষ টাকার সুবিধা

মানুষের হাতে টাকা নেই! করোনার কারনে কার্যত কখনও ব্যাঙ্কে তো আবার কখনও পোস্ট অফিসে সঞ্চয়ে টাকা রাখছেন। যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়। ছেলেমেয়েদের জীবন সুরক্ষিত হয়। তবে খারাপ সময়ে স্বল্প মূল্যে মোটা অংকের সুবিধা পেতে কে না চায়।

  • |
Google Oneindia Bengali News

মানুষের হাতে টাকা নেই! করোনার কারনে কার্যত একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন দেশের মানুষ। তবে ভালো থাকার জন্যে কষ্ট করেও বিনিয়োগ করছেন।

কখনও ব্যাঙ্কে তো আবার কখনও পোস্ট অফিসে সঞ্চয়ে টাকা রাখছেন। যাতে ভবিষ্যৎ সুরক্ষিত হয়। ছেলেমেয়েদের জীবন সুরক্ষিত হয়। তবে খারাপ সময়ে স্বল্প মূল্যে মোটা অংকের সুবিধা পেতে কে না চায়।

আর সেই কারনে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে অসাধারণ কয়েকটি যোজনা নিয়ে এসেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) অর্থাৎ SSY।

এই যোজনার মাধ্যমে টাকা জমিয়ে আপনি আপনার মেয়ের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন। শুধু তাই নয়, আয়কর কর ছাড় পাবেন। এই স্কিমের মাধ্যমে রোজ মাত্র এক টাকা বাঁচিয়ে মোটা অঙ্কের মুনাফা করতে পারবেন।

এই প্রতিবেদনে এই যোজনার মাধ্যমে আরও বিস্তারিত জানানো হল-

সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনা

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) কেন্দ্রীয় সরকারের একটি ছোট সেভিংস স্কিম। কেন্দ্রের ক্ষমতায় আসার পর মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েরা লক্ষ্মীর রূপ!

তা বোঝাতে বেটি বাচাও বেটি পড়াও ক্যাম্পেন চালু করে কেন্দ্রীয় সরকার। বাচ্চার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে মেয়ের নামে অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার একটি মেয়ে থাকে তাহলে আপনি একটি অ্যাকাউন্ট এবং দুটি মেয়েকে থাকলে দুটি অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এই যোজনাতে কত টাকা ডিপোজিট করতে হবে!

এই যোজনাতে কত টাকা ডিপোজিট করতে হবে!

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে সুবিধা নিতে হলে অ্যাকাউন্টের নুন্যতম Deposit করতে হবে ২৫০ টাকা। খুব বেশি হলে সর্বোচ্চ আপনি 1,50,000 টাকা ডিপোজিট করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার সুপার গার্লের পড়াশুনার একটা বড় অংশ এই অ্যাকাউন্ট থেকেই সেরে নিতে পারবেন। তথ্য বলছে প্রত্যেকদিন যদি এক টাকা করেও জমান তাহলে মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা কোনও ব্যাপার নয়।

7.6 শতাংশ হারে মিলবে সুদ

7.6 শতাংশ হারে মিলবে সুদ

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) এর মাধ্যমে 7.6 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। এই যোজনার মাধ্যমে আয়কর দেওয়ার ক্ষেত্রে বড়সড় ছাড় পাওয়া যায়। যদিও প্রথমে এই যোজনাতে মোটা অঙ্কের সুদ পাওয়া যেত। 9.2 শতাংশ হারে এই সুদ পাওয়া যেত।

শুধু তাই নয়, এই যোজনার মাধ্যমে চার বছর পর মোটা অঙ্কের একটা টাকা অ্যাকাউন্ট থেকে তোলা সম্ভব। মেয়ের উচ্চশিক্ষার জন্যে এই টাকা দেওয়া হবে। তথ্য বলছে মোট টাকার ৫০ শতাংশ তোলা যাবে।

কীভাবে এই যোজনাতে অ্যাকাউন্ট খুলবেন

কীভাবে এই যোজনাতে অ্যাকাউন্ট খুলবেন

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা পেতে হলে সেভিংস অ্যাকাউন্ট থাকাটা জরুরি। যে কোনও পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কের শাখাতে গিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে বাচ্চার ৯ বছর থেকে এই যোজনার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যাবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলার ওপেনিং ডেট থেকে শুরু করে মেয়ের বয়শ ১৮ পাড় করলে এবং ২১ সালের পর বিয়ের সময় এই অ্যাকাউন্ট বন্ধ করা যাবে। এই অ্যাকাউন্ট বিয়ের তারিখের এক মাস আগে কিংবা তিন মাস বাদ মেয়াদ (ম্যাচুয়র) হয়ে থাকে। অর্থাৎ এই সময়ে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।

কি কি ডকুমেন্ট দিতে হবে?

কি কি ডকুমেন্ট দিতে হবে?

খুব দরকারি তথ্য। এই যোজনাতে সঠিক ভাবে সঠিক সময়ে টাকা পাওয়ার ক্ষেত্রে ঠিক ভাবে নথি দেওয়াটা প্রয়োজন। অনেক সময়ে সথক ভাবে নথি না দিলে টাকা পাওয়ার সময়ে আটকে যেতে পারে গটা প্রক্রিয়া।

এই অবস্থায় ভাবছেন তো কি কি ডকুমেন্ট জমা দিতে হবে! হ্যাঁ আসা যাক আসল কথাতে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই প্রথমে জমা দিতে হবে মেয়ের বার্থ সার্টিফিকেট। বাবা-মা ডিপোজিটার হিসাবে যেহেতু থাকবেন সেই কারণে দুজনেরই আইডি প্রুফের প্রয়োজন হবে।

অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ডের কপি জমা দিতে হবে। এছাড়াও ঠিকানার প্রমান্য নথির তথ্যও জমা দিতে হবে। ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে এই যোজনাতে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

English summary
Government Scheme: How to open account in Sukanya samriddhi yojana. Know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X