For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্যে বড়সড় উপহার ঘোষণা মোদী সরকার!

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী খুব শিঘ্র মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে এই ডিএ ঘোষণা করা হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে। তবে শুধু

  • |
Google Oneindia Bengali News

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী খুব শিঘ্র মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে এই ডিএ ঘোষণা করা হতে পারে। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে। তবে শুধু এবার ডিএ ঘোষণা নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে অপেক্ষা করছে আরও বড় এক উপহার।

জানা যাচ্ছে, যে সমস্ত কর্মচারী ট্র্যাভেল কনসেশনের (LTC Special Cash Package) জন্যে আবেদন করেনি তাঁদের জন্যে আরও একটা সুযোগ করে দিয়েছি মোদী সরকার।

ইতিমধ্যে অর্থমন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশিকা জারি করেছে। জারি করা নির্দেশ অনুসারে সমস্ত বিভাগ এবং মন্ত্রককে বলা হয়েছে এলটিসির সম্পর্কিত যে কোনও ক্লেমকে বিবেচনা করে দেখার জন্য। ২০২১ সালের ৩১ মে পর্যন্ত ছিল এই সময়সীমা।

করোনা ভাইরাসের কারণে ডেট বাড়ানো হয়েছে

করোনা ভাইরাসের কারণে ডেট বাড়ানো হয়েছে

দেশজুড়ে করোনার মহামারী চলছে এখন। এই অবস্থায় Department of Expenditure Office Memorandum-এর অনুসারে বিভিন্ন বিলের অর্থ কিংবা ক্লেম পাওয়ার ক্ষেত্রে তারিখ বাড়ানো হয়েছে। মূলত করোনা ভাইরাসের কারণে বিভিন্ন জায়গাতে লগডাউন চলছিল অফিস বন্ধ ছিল। এই অবস্থায় অনেকে কাজ সেরে উঠতে পারেনি। আর সেদিকে তাকিয়েই এই সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। নির্দেশ অনুসারে, মন্ত্রক কিংবা বিভাগের নির্দিষ্ট সময়সীমার বাইরেও ক্লেম করা যাবে। সাধারণত এলটিসি ক্লেম প্রত্যেক বছর ৩১ মার্চের আগেই সেরে ফেলতে হয়। কিন্তু এবার করোনার কারণে এই LTC Claim Due Date বাড়ানো হয়েছে।

সরকারি কর্মচারীদের জন্যে স্বস্তির খবর

সরকারি কর্মচারীদের জন্যে স্বস্তির খবর

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে স্বস্তির খবর। ইতিমধ্যে মোদী সরকার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। অর্থমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকা জানাচ্ছে, LTC Cash Voucher Scheme অনুসারে কর্মচারীদের আবেদন ছিল যে, ৩১ এর মে'র পর এই সময়সীমা বাড়ানো হোক। কারণ করোনার কারণে অনেকে বিল জমা দিতে পারেনি। অর্থমন্ত্রক সেই সংক্রান্ত দাবি মেনে নিয়েছে। LTC Special Cash Package-এর সুবিধা পাওয়ার জন্যে সরকারি কর্মীদের এই সুবিধা ঘোষণা করা হল।

LTC স্কিম আসলে কি?

LTC স্কিম আসলে কি?

প্রত্যেক চার বছর অন্তর সরকারি কর্মীরা এই LTC স্কিম পেয়ে থাকেন। কর্মচারীরা বছরের যে কোনও সময়ে একবার বেড়াতে যেতে পারেন। পরিবারের সঙে ঘুরতে যাওয়ার সুযোগ থাকে। আর এই ঘুরতে যাওয়ার সমস্ত খরচ LTC থেকে পাওয়া যায়। এবার করোনা ভাইরাসের কারণে LTC ক্যাশ ভাউচার স্কিম ক্লেমের সময়সীমা আরও বাড়ানো হল।

English summary
7th Pay Commission: government eased ltc claim settlement rules for central govt employees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X