For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুগলকে ১৩৩৭ কোটি টাকা জরিমানার ১০% জমা দেওয়ার নির্দেশ NCLAT-র! শুনানির জন্য আবেদনের অনুমতি

জরিমান দিতেই হবে গুগলকে। সিসিআই এই জরিমান ধার্য করেছিল। ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনাল এদিন জানিয়েছে গুগলকে ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানার ১০ শতাংশ জমা দিতে হবে। তবে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার এই শাস্তির বিরুদ্ধে গ

  • |
Google Oneindia Bengali News

জরিমান দিতেই হবে গুগলকে। সিসিআই এই জরিমান ধার্য করেছিল। ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনাল এদিন জানিয়েছে গুগলকে ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানার ১০ শতাংশ জমা দিতে হবে।

তবে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার এই শাস্তির বিরুদ্ধে গুগলের করা আবেদন গ্রহণ করার কথাও জানানো হয়েছে এদিন।

গুগলকে ১৩৩৭ কোটি টাকার জরিমানার ১০% জমা দেওয়ার নির্দেশ NCLAT-র! শুনানির জন্য আবেদনের অনুমতি

ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনাল এব্যাপারে কোনও স্থগিতাদের দিতে অস্বীকার করেছে। তারা জানিয়েছে অন্যপক্ষের কথা শোনার পরে অব্যাপারে কোনও আদেশ দেওয়া হবে। আপিল ট্রাইবুনাল সিসিআইকে নোটিশ জারি করার পাশাপাশি ১৩ ফেব্রুয়ারি বিষয়টিকে তালিকাভুক্তিরও নির্দেশ দিয়েছে। গুগলের একটি আবেদনের জেরেই ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনাল নির্দেশ দিয়েছে।
গুগলের ওপরে সিসিআই-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে বলেছিল এই রায় ভারতীয় ব্যবহারকারীদের জন্য একটি ধাক্কা। যা এই ডিভাইসদুলিকে ব্যয়বহুল করে তুলবে। শুনানিতে গুগলের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী তথা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। সিংভি সিসিআই-এর আদেশকে ভুল এবং ত্রুটিপূর্ণ বলে বর্ণনা করেছেন।
সিংভি সিসিআই-এর নির্দেশ স্থগিত করার জন্য সওয়াল করলেও বিচারপতি রাকেশ কুমার এবং অলোক শ্রীবাস্তবের সমন্বয়ে গঠিত ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইবুনালের বেঞ্চ গুগলের দেখানো জরুরি কারণ নিয়ে প্রশ্ন তোলেন। এনসিএলএটি জানিয়ে দেয়, সঠিক শুনানি ছাড়া এব্যাপারে কোনও আদেশ দেওয়া যাবে না। ট্রাইবুনাল পর্যবেক্ষণ করেছে, গত অক্টোবরে সিসিআই আদেশ দিলেও তার প্রায় দুমাস পরে গুগল এনসিএলএটির কাছে আবেদন করে। এব্যাপারে ট্রাইবুনালের তরফে বলা হয়েছে আবেদন করতে দুমাস সময় নিয়েছেন, এখন দু-মিনিটের মধ্যে আদেশ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে সিসিআই-এর আইনজীবীও গুগলের আইনজীবী সওয়ালের বিরোধিতা করেন।
প্রসঙ্গত গত ২০ অক্টোবর সিসিআই অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের সঙ্গে প্রতিযোগিতা বিরোধী অনুশীলনের জন্য গুগলকে ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করে। গুগল এনসিএলএটির কাছে করা আবেদনে জরিমানার ওপরে অন্তবর্তী স্থগিতাদেশ চেয়েছিল।

ডিসেম্বরে পরিষেবা শিল্পে ব্যাপক বৃদ্ধি! বিপরীতে কর্মসংস্থান পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন হওয়ায় প্রশ্নডিসেম্বরে পরিষেবা শিল্পে ব্যাপক বৃদ্ধি! বিপরীতে কর্মসংস্থান পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন হওয়ায় প্রশ্ন

English summary
Google has to pay fine, says NCLAT
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X