মন্দার মাঝেও সুখবর! ২০৫০ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ভারত
করোনা সঙ্কটের জেরে ভারতীয় অর্থনীতিতে তীব্র আর্থিক মন্দার মাঝেও নতুন আশার কথা শোনাল ল্যান্সেট রিপোর্ট। ওই রিপোর্টেই বলা হচ্ছে ভারতীয় জনসংখ্যা, কাজের সুযোগ, পরিকাঠামো, চাহিদা ও আমদানি রফতানির নিরিখে ২০৫০ সালের মধ্যেই জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারত। এমনকী ২১০০ সালের শুরুতেও একই জায়গায় থাকবে ভারত।

একইসাথে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপানের পরেই ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির নিরিখে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত, এমনটাই বলছে অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা ল্যান্সেট। এদিকে বর্তমান পরিসংখ্যানের বিচারে ২০১৭ সালেও বিশ্বের বৃহৎ অর্থনীতি গুলির নিরিখে সপ্তহ স্থানে ছিল ভারত। কিন্তু ভারতের কর্মক্ষম জনসংখ্যা ও জিডিপি-র সামগ্রিক প্রবৃদ্ধির উপর নির্ভর করেই আগামী তিন দশকে ভারতীয় অর্থনীতিতে এই বড়সড় পরিবর্তন আসতে চলেছে বলে জানাচ্ছে ল্যান্সেট। এদিকে ফ্রান্স ও ইংল্যান্ডের পরেই বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসাবে উঠে এসেছে ভারত।
ভারত সরকারের একাধিক অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণাও অনেকটা একইরকম। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার চলতি বছরের মে মাসে বলেছিলেন, ২০৪৭ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসাবে উঠে আসবে ভারত। এদিকে করোনা মহামারীর প্রকোপের ঠিক আগে গত বছরের ডিসেম্বরে জাপান সেন্টার ফর ইকোনমিক রিসার্চের এক সমীক্ষায় বলা হয় আগামী ২০২৯ সালের মধ্যে জাপানকে ছাপিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।যদিও পরবর্তীতে করোনাকালীন পরিস্থিতিতে গোটা হিসেব নিকেশই কার্যত ওলটপালট হয়ে যায়।