For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেয়ার বাজারের ধাক্কা সোনায়! ধনতেরাসে ছ্যাঁকা দিতে পারে সোনার মূল্য

সোনা যেমন ভারতীয় মহিলাদের প্রিয়, অন্যদিকে বিনিয়োগেরও একটা উপায়। গত সপ্তাহে হলুদ এই ধাতুর দাম বেড়েছে। সামনের সপ্তাহগুলিতে তা আরও বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

  • |
Google Oneindia Bengali News

সোনা যেমন ভারতীয় মহিলাদের প্রিয়, অন্যদিকে বিনিয়োগেরও একটা উপায়। গত সপ্তাহে হলুদ এই ধাতুর দাম বেড়েছে। সামনের সপ্তাহগুলিতে তা আরও বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের। দিওয়ালির সময় হলুদ ধাতুর মূল্য অনেকটাই বেড়ে যেতে পারে বলে অনুমান। শেয়ারের দাম পড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা সোনাকেই বেছে নিচ্ছেন বিনিয়োগের উপায় হিসেবে।

শেয়ার বাজারের ধাক্কা সোনায়! ধনতেরাসে ছ্যাঁকা দিতে পারে সোনার মূল্য

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের শুরু প্রতি আউন্স সোনার মূল্য ছিল ১,১৮০ ডলার। শুক্রবার নাগাদ তা বেড়ে দাঁড়ায় ১,২২৬ ডলারে।
ভারতের বাজারে গত সপ্তাহে সোনার দামে বৃদ্ধি হয়েছে ৩.৮ শতাংশের মতো। সপ্তাহের শুরুতে প্রতি ১০ গ্রাম সোনার মূল্য ৩১,৩০০ টাকা থেকে বেড়ে সপ্তাহের শেষে তা পৌঁংছে গিয়েছে ৩২, ০০০ টাকায়।

গত সপ্তাহের শুরুতে আইএমএফ তাদের রিপোর্টে বিশ্বব্যাপী ব্যবসায়িক বৃদ্ধি ০.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানায়। কারণ হিসেবে আমেরিকা ও তাদের সঙ্গী ব্যবসায়িক দেশগুলির বিতর্কের কথা তুলে ধরেছিল।

গত সপ্তাহে শেয়ার বাজারে বিশ্বব্যাপী পতন লক্ষ্য করা গিয়েছে। বুধবার ডাও জোনস একদিনে নেমেছে ৮৩০ পয়েন্ট। এশিয়ার বাজার বিশেষ করে ভারতের শেয়ার বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে। ডাও জোনসে পতনের পর দেখা যায় সোনায় বিনিয়োগ বাড়ছে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার সঙ্গে অন্য দেশগুলির যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, সেই পরিস্থিতিতে সোনাই একমাত্র নিরাপদ বিনিয়োগের উপায়।
আন্তর্জাতিক বাজারে রুপোর দাম বাড়লেও, তা সোনার দামের সঙ্গে তুলনীয় নয়। তবে সামনের সপ্তাহগুলিতে রুপোর দামের বৃদ্ধি ঘটবে বলে অনুমান।
বাজার বিশেষজ্ঞদের অনুমান, দিওয়ালির আশপাশে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স পিছু ১২৪০ থেকে ১২৫০ ডলারে পৌঁছে যেতে পারে। ভারতের বাজারে যা প্রতি ১০ গ্রাম পিছু দাম হতে পারে ৩২, ৫০০ থেকে ৩২,৮০০ টাকার মধ্যে।

English summary
Gold prices may move upwards during Diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X