টানা ৫ দিন নিম্নমুখী থাকার পর বাড়ল সোনার দাম! ২৬ সেপ্টেম্বরের হলুদ ধাতু ও রুপোর দর একনজরে
সোমবার থেকে সোনার মূল্য হ্রাস অব্যাহত ছিল। তবে শনিবার তার সংশোধন হয়। শুক্রবার ১০ গ্রাম সোনার দামে ছিল ৪৯২০০ টাকা। শনিবার তা ১০ টাকা বৃদ্ধি পায়। ২৬ সেপ্টেম্বর কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে সোনার দাম কোথায় গেল দেখে নেওয়া যাক।
২ ঘন্টার মধ্যে ৬ জেলায় বৃষ্টি! আবহাওয়ার রিপোর্টে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা

সোনার দাম আজ
এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৪৯২১০ টাকা। শুক্রবারের থেকে এই বৃদ্ধির পরিমাণ ১০ গ্রামে ১০ টাকা।

হ্রাস পেয়েছে রুপোর দাম
শুক্রবারের থেকে এদিন রুপোর দামে হ্রাস হয়েছে। প্রতি ১০০ গ্রাম রুপোর দাম এদিন ৫৯০৫ টাকা। প্রতি ১০০ গ্রামে এদিন দাম হ্রাসের পরিমাণ ২৫ টাকা।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫১৯১০ টাকা। শুক্রবার যা ছিল ৫১,৯০০ টাকা। (তথ্য সূত্র-গুড রিটার্নস)

দেশের অন্যান্য শহরে সোনার দাম
২৪ ক্যারেট সোনার দাম চেন্নাইতে ৫২৩৮০ টাকা। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২৪ ক্যারেটে ৪৯৩৬০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫৩২০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫১৫৮০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)