For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবারের পর শনিবারও বাড়ল সোনার দাম! ১০ অক্টোবর কলকাতায় সোনা ও রুপোর দর একনজরে

দীর্ঘদিন পরে সোনার (gold) দামে পরপর ২ দিন বৃদ্ধি। শুক্রবারের থেকে শনিবার সোনার দামে বৃদ্ধি হয়েছে। শুক্রবার ১০ গ্রাম সোনার দাম ৪৯৮১০। শনিবার তা ৪৮০ টাকা বেড়েথে। ১০ অক্টোবর কলকাতা সহ দেশের বিভ

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন পরে সোনার (gold) দামে পরপর ২ দিন বৃদ্ধি। শুক্রবারের থেকে শনিবার সোনার দামে বৃদ্ধি (increase) হয়েছে। শুক্রবার ১০ গ্রাম সোনার দাম ৪৯৮১০। শনিবার তা ৪৮০ টাকা বেড়েথে। ১০ অক্টোবর কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে সোনার দাম কোথায় গেল দেখে নেওয়া যাক।

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতানিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা! উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কতা

 সোনার দাম আজ

সোনার দাম আজ

এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,২৯০ টাকা। শুক্রবার তা ছিল ৪৯৮১০। বৃহস্পতিবার পর্যন্ত একটানা বেশ কয়েকদিন সোনার দাম হ্রাস পেয়েছিল।

রুপোর দাম

রুপোর দাম

প্রতি কেজি রুপোর দাম এদিন ৬২৯০০ টাকা। শুক্রবার তা ছিল ৬১,৪০০ টাকা। ।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম

এদিন কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৩২০০ টাকা। শুক্রবার যা ছিল ৫২৭২০ টাকা। (তথ্য সূত্র-গুড রিটার্নস)

 দেশের অন্যান্য শহরে সোনার দাম

দেশের অন্যান্য শহরে সোনার দাম

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম চেন্নাইতে ৪৮,৮১০ এবং ৫৩২৪০ টাকা। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাত্রমে ৪৯,৫৪০ এবং ৫০,৫৪০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেট ২৪ ক্যারেটে যথাক্রমে ৪৯৬০০ এবং ৫৩৯৬০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ৪৭১০০ এবং ৫২৪৭০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)

English summary
Gold Price today increase in India on 10 October, know the rate in Kolkata in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X