For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে ধনতেরাস, বেড়ে চলেছে সোনার দাম, কলকাতাতেও সোনালী অলঙ্কারে দামের ছ্যাঁকা

উৎসবের মরসুম। ফলে সারা দেশেই এখন সোনার চাহিদা বেড়ে গিয়েছে। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো শেষ। এবার সামনে রয়েছে ধনতেরাস। সোনার অলঙ্কার কেনার সবচেয়ে বড় উৎসব।

  • By Soumyabrata Chatterjee
  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরসুম। ফলে সারা দেশেই এখন সোনার চাহিদা বেড়ে গিয়েছে। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো শেষ। এবার সামনে রয়েছে ধনতেরাস। সোনার অলঙ্কার কেনার সবচেয়ে বড় উৎসব। এই ধনতেরাস মিটতে না মিটতে শুরু হয়ে যাবে বিয়ের কেনাকাটা। কারণ নভেম্বর-এর মাঝামাঝি থেকেই শুরু হয়ে যাচ্ছে বিয়ের মরসুম। ফলে সোনা ঘিরে চাহিদা এখন বাড়়বে বই কমবে না। কিন্তু, সাধারণ মানুষের চিন্তা বাড়িয়েছে সোনার দাম। গত কয়েক দিন সোনার দাম সারা দেশেই এমন একটা স্থানে পৌঁছেছে যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।

৬ বছরে এখন সর্বোচ্চ দামে যাচ্ছে সোনার দাম

শুক্রবার কলকাতায় ২২ ক্য়ারটের ১ গ্রাম সোনার দাম ৯টাকা-র মতো বেড়েছে। ফলে বৃহস্পতিবার যেখানে ২২ ক্যারটের ১ গ্রাম সোনার দাম ছিল ৩১৩০ টাকা। শুক্রবার তা বেড়ে হয়েছে ৩১৩৯ টাকা।

গ্রাম ২২ ক্যারেট- শুক্রবার ২২ ক্যারেট-বৃহস্পতিবার দিনে দাম বাড়ছে
১ গ্রাম ৩,১৩৯ টাকা ৩,১৩০ টাকা বৃদ্ধি ৯ টাকা
৮ গ্রাম ২৫,১১২ টাকা ২৫,০৪০ টাকা বৃদ্ধি ৬৪ টাকা
১০ গ্রাম ৩১,৩৯০ টাকা ৩১,৩০০ টাকা বৃদ্ধি ৯০ টাকা
১০০ গ্রাম ৩,১৩,৯০০ টাকা ৩,১৩,০০০ টাকা বৃদ্ধি ৯০০ টাকা

২৪ ক্যারটের সোনায় ১০ গ্রামে শুক্রবার কলকাতায় দাম বৃদ্ধি হয়েছে ৮০ টাকা। বৃহস্পতিবার এই দাম ছিল ৩২,৬০ টাকা, শুক্রবার তা বেড়ে হয়েছে ৩৩,৯৪০ টাকা।

গ্রাম ২৪ ক্যারেট- শুক্রবার ২৪ ক্যারেট- বৃহস্পতিবার দিনে দাম বাড়ছে
১ গ্রাম ৩,২৯৪ টাকা ৩,২৮৬ টাকা বৃদ্ধি ৮ টাকা
৮ গ্রাম ২৬,৩৫২ টাকা ২৬,২৮৮ টাকা বৃদ্ধি ৬৪ টাকা
১০ গ্রাম ৩২,৯৪০ টাকা ৩২,৮৬০ টাকা বৃদ্ধি ৮০ টাকা
১০০ গ্রাম ৩,২৯,৪০০ টাকা ৩,২৮,৬০০ টাকা বৃদ্ধি ৮০০ টাকা

১৪ অক্টোবর থেকে কলকাতায় ১০ গ্রাম সোনায় ২৩০ টাকা দাম বেড়েছে। পেট্রল-ডিজেলের দাম নিয়েই মানুষ চিন্তিত ছিল। কিন্তু, তলে তলে যে সোনার দাম ৩৩ হাজার টাকার মাইল-স্টোন ছোঁয়ার লক্ষ্যে এগোচ্ছে তা কেউ ভাবতে পারেননি।

অথচ সেপ্টেম্বরেই কলকাতায় সোনার দাম অনেকটাই পড়েছিল। ১ সেপ্টেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রামে দাম ২৯,৭৪০ টাকা থাকলেও ২৮ সেপ্টেম্বর তা নেমে এসেছিল ২৮, ৯৮০ টাকায়। কিন্তু, ৩০ সেপ্টেম্বর তা ৩০,১৬০ টাকায়। ২৪ ক্যারেট-এর ১০ গ্রাম সোনায় সেপ্টেম্বরে কলকাতায় দাম ছিল ৩২,১৬০ টাকা। ২৮ সেপ্টেম্বর তা নেমে এসেছিল ৩১,৬০০ টাকায়।

কলকাতার স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে, জানান, 'গত এক বছরে ডলারের দাম বেড়েছে ৯ শতাংশের মতো, হিসাব করলে দেখা যাবে এই সময়ে সোনার দামও বেড়েছে প্রায় ৯ শতাংশ। এক বছর আগে যে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা ছিল ৩০ হাজার টাকার কাছাকাছি, এখন সেটাই ঘোরাফেরা করছে ৩২, হাজার টাকার আশপাশে।' অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান বাছরাজ বামালুয়ার অবশ্য দাবি, 'সোনাকে সাধারণভাবে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসাবে দেখেন লগ্নিকারীরা। আর মার্কিন-চিন শুল্ক যুদ্ধ, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়়া ইত্যাদির জেরে টান পড়ছে শেয়ার বাজারে। ফলে এই লগ্নি থেকে হাত গুটিয়ে নিচ্ছেন অনেকেই। বরং বিকল্প হিসেবে ঝুঁকেছেন সোনায়, যা দাম বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে।'

English summary
Dhanteras is just knocking the door and the season of festivity is going on too, in this situation people are inclining for buying Gold.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X