For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Gold Price: 2023-এ সোনার দাম ছাড়াতে পারে ৬০ হাজার! চাপ বাড়তে পারে মধ্যবিত্তের

সোনাতে যারা বিনিয়োগ করেন তাঁদের জন্যে ২০২২ সালটা মোটেই ভালো কাটেনি! ২০২২ সালের মার্চ থেকে সারা বছর ধরে সোনার দামে একাধিকবার ওঠা-নামা করেছে। তবে শেষ কয়েকমাসে সোনার দাম একটু বেড়েছে। এমনকি সাম্প্রতিক পরিস্থিতিতেও সোনার দাম

  • |
Google Oneindia Bengali News

সোনাতে যারা বিনিয়োগ করেন তাঁদের জন্যে ২০২২ সালটা মোটেই ভালো কাটেনি! ২০২২ সালের মার্চ থেকে সারা বছর ধরে সোনার দামে একাধিকবার ওঠা-নামা করেছে। তবে শেষ কয়েকমাসে সোনার দাম একটু বেড়েছে। এমনকি সাম্প্রতিক পরিস্থিতিতেও সোনার দাম কিছুটা বেড়েছে।

ইতিমধ্যে সোনার দাম (Gold Price) ৫৬ হাজারের পর্যায় পেরিয়ে গিয়েছে। এমনকি আগামী বছরও সেই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক কতটা সোনার দাম বাড়তে পারে? কি বলছেন বিশ্লেষকরা? সমস্ত কিছু আলোচনা করা হল এই প্রতিবেদনে।

এলবিএমএ গোল্ড স্পট প্রতি আউন্স 1800 ডলারের কাছাকাছি লেনদেন করছে। এর আগে দাম ২০০০ ডলারের উপর পৌঁছে গিয়েছিল। একই সময়ে অর্থাৎ ২০২২ এর মাঝামাঝি সময়ে এই দাম 1615 ডলারের নীচে চলে এসেছিল। যা ছিল টানা ৭ মাসের সর্বনিম্ন স্তর। অন্যদিকে, ডলার সূচক (DXY) একটি আপট্রেন্ডে লেনদেন করেছে এবং 114-এর স্তরে পৌঁছেছে। এরপর থেকে দাম কমছে।

ডিসেম্বরে দাম বাড়ে সোনার

ডিসেম্বরে দাম বাড়ে সোনার

সোনার দাম ২০২২-এর সেপ্টেম্বর মাসে ৪৯ হাজার টাকার কাছাকাছি ছিল। কিন্তু ডিসেম্বরের শুরুতেই ৫৫ হাজার এবং তা থেকে বেড়ে এক ধাক্কায় ৫৬ হাজার ১৯১ টাকার উপরের স্তরে পৌঁছে গিয়েছে। সোনার কারবারীরা মনে করছেন, সোনার দাম যদি এভাবে বাড়তে থাকে, তাহলে তা ২০২৩ সালে আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর তা মধ্যবিত্তের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হবে বলে মনে করা হচ্ছে।

৬১ হাজার ছুঁতে পারে

৬১ হাজার ছুঁতে পারে

বিশ্লেষকরা বলছেন, গোটা বিশ্বজুড়ে সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাপক ভাবে সোনা কিনছে। যার ফলে সোনার দামে ব্যাপক উত্থান দেখা যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সোনা নিয়েই কারবার এমন বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ -এ সোনার দাম 58,888 টাকা থেকে এক ধাক্কায় বেড়ে 61,111- টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। আর তা এভাবে বাড়লে সোনা বিক্রি কমে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার সোনার দাম ছিল 55,000 টাকার উপরে

শুক্রবার সোনার দাম ছিল 55,000 টাকার উপরে

বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে সোনার দাম। এই অবস্থায় শুক্রবার (Gold Price Today) দিল্লির বাজারে সোনার দাম ২০৫ টাকা বেড়ে প্রতি ১০ গ্রাম ৫৫,২১০ টাকা হয়েছে। এইচডিএফসি সিকিউরিটিজ এমনটাই জানিয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে সোনা প্রতি ১০ গ্রাম ৫৫ হাজার ০০৫ টাকায় বন্ধ হয়েছিল। শুধু সোনার দামই নয়, ভয়ঙ্কর ভাবে বাড়ছে রুপোর দামও।

English summary
gold price can be hiked, it may cross 60,000 in 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X