ফের বাড়ল সোনার দাম! ২১ নভেম্বর কলকাতায় সোনা ও রুপোর দর একনজরে
শনিবার কিছুটা বাড়ল সোনার(gold) দাম। শনিবার ১০ গ্রাম সোনার দাম ৫০, ০৬০। শুক্রবারের থেকে তা মাত্র ১০ টাকা বেড়েছে। ২১ নভেম্বর কলকাতা সহ দেশের বিভিন্ন বড় শহরে সোনার দাম কোথায় গেল দেখে নেওয়া যাক।

সোনার দাম আজ
এদিন কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৫০,০৬০ টাকা। শুক্রবার তা ছিল ৫০,০৫০। অন্যদিনের থেকে এই দাম বৃদ্ধির হাল নগন্যই।

রুপোর দাম
প্রতি কেজি রুপোর দাম এদিন ৬২,৩০০ টাকা। শুক্রবার তা ছিল ৬১,৬০০ টাকা। ।

কলকাতায় সোনার দাম
এদিন কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫২, ৪৬০ টাকা। শুক্রবার যা ছিল ৫২,৪৫০ টাকা। (তথ্য সূত্র-গুড রিটার্নস)

দেশের অন্যান্য শহরে সোনার দাম
২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম চেন্নাইতে ৪৭,৬০০ এবং ৫১,৯৮০ টাকা। অন্যদিকে, মুম্বইতে এই দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাত্রমে ৪৯,৮৯০ এবং ৫০,৮৯০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেট ২৪ ক্যারেটে যথাক্রমে ৪৯১৫০ এবং ৫৩, ৬১০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটে যথাক্রমে ৪৭১০০ এবং ৫২,৩৮০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)