সোনার চমক! বিশ্বজুড়ে কোন আশঙ্কায় এই বহুমূল্য ধাতুতে আস্থা রাখছে ব্যাঙ্কগুলি
সেপ্টেম্বরের পর থেকে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। তুলনা করে দেখলে ,দেখা যাবে আগের থেকে প্রায় ১১ শতাংশ দাম বেড়েছে সোনার। এবার বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্য়াঙ্কগুলি সোনার ওপর আস্থা রাখতে শুরু করে দিয়েছে।

বিশ্বের একাধিক দেশে বহু বছর বাদে, ব্যাঙ্কগুলিকে দেখা যাচ্ছে সোনা কিনতে। ১৯৭১ সালের পর ফের এই ট্রেন্ড ফিরে এসেছে বাজারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, ৭৪ শতাংশ বেড়ে গিয়েছে সোনা কেনার হার। বিভিন্ন সেন্ট্রাল ব্যাঙ্কে সোনাকে সম্পদ হিসাবে কিনে রাখার এমন হিড়িক চোখের পড়ার মত বাড়ছে। রাশিয়া, কাজাখস্তানের মতো জায়গায় এই সোনার কেনার হার বাড়ছে বলে দাবি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের।
যেভাবে বাণিজ্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে, তাতে বিশ্বজুড়ে বাজারে একটা অস্থির অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এরকম এক অবস্থায় সোনা কিনে রাখাকেই বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক সঠিক উপায় বলে মনে করছে। আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চিনের বাণিজ্য যুদ্ধ কোন পথে যাবে,তা কেউ বুঝতে পারছে না।তাই সোনা কিনে রেখে ব্যাঙ্ক গুলি আর্থিক ও বাণিজ্যিক সুষ্ঠ পরিস্থিতি তৈরি করতে চাইছে।