For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কম টাকায় বিমানে চড়ার সুযোগ! জেনে নিন কবে, কখন মিলবে সুবিধা

বাজেট ক্যারিয়ার হিসেবে ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে গো-এয়ার। ফের কম টাকায় টিকিট দেওয়ার কথা জানিয়েছে তারা। মঙ্গলবার থেকে দুদিন সেই সুযোগ পাওয়া যাবে। ২০১৯-এর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে এই সুবিধা মিলবে।

  • |
Google Oneindia Bengali News

বাজেট ক্যারিয়ার হিসেবে ইতিমধ্যেই বিখ্যাত হয়েছে গো-এয়ার। ফের কম টাকায় টিকিট দেওয়ার কথা জানিয়েছে তারা। মঙ্গলবার থেকে দুদিন সেই সুযোগ পাওয়া যাবে। ২০১৯-এর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে এই সুবিধা মিলবে। সংস্থার ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। শ্রীনগর-দিল্লি রুটে টিকিট পাওয়া যাবে ১,৪৯৯ টাকায়। ২০১৯-এর ১ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে সুবিধা পাওয়া যাবে।

ফের কম টাকায় বিমানে চড়ার সুযোগ! জেনে নিন কবে, কখন মিলবে সুবিধা

গো এয়ারের ওয়েবসাইটে তথ্য

  • চেন্নাই-পোর্টব্লেয়ার (১,৫৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • শ্রীনগর-মুম্বই (১,৬৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • দিল্লি-শ্রীনগর (১,৬ ৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • দিল্লি-লে (১,৭৯৯ টাকা) ( ১৫ এপ্রিল থেকে ১২ মে )
  • কলকাতা-পাটনা (১,৬৯৯ টাকা) ( ১৭ জুন থেকে ৩০ জুন )
  • কলকাতা-ভুবনেশ্বর (১,৭৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • মুম্বই-দিল্লি (১,৮৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • মুম্বই-আহমেদাবাদ (১,৭৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • বেঙ্গালুরু-পুনে (১,৯৯৯ টাকা) ( ৮ এপ্রিল থেকে ২৮ এপ্রিল)
  • বেঙ্গালুরু-মুম্বই (২,১৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • বেঙ্গালুরু-পটনা (১,৮৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • মুম্বই-দিল্লি (১,৮৯৯ টাকা) (১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)
  • মুম্বই-আহমেদাবাদ (১,৭৯৯ টাকা) ( ১ এপ্রিল থেকে ২১ এপ্রিল)

দেশের বাজারে বিমান শিল্পে আক্রমণাত্মক প্রতিযোগিতা যাত্রীদের মধ্যে বিমানে চাপার আগ্রহ বাড়াচ্ছে। নতুন চালু হওয়া কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোএয়ার তাদের পরিষেবা চালু করেছে বেঙ্গালুরুস হায়দরাবাদ এবং চেন্নাইতে।

English summary
GoAir offers flight tickets from Rs 1,499. Check routes, time and other details here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X