For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৩-২৪ সালে জিডিপি বৃদ্ধির হার হতে পারে 6-6.8 শতাংশ! নজরে নির্মলার অর্থনৈতিক সমীক্ষা

গোটা দেশের নজর আজ মোদী সরকারের অর্থনৈতিক সমীক্ষার উপর। আজ থেকে শুরু বাজেট অধিবেশন

  • |
Google Oneindia Bengali News

Economic Survey 2023: আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন। সকাল ১১ টা নাগাদ সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর এরপরেই অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

গত বছর ইকোনমিক সার্ভেতে ২০২২-২৩ আর্থিক বছরের জন্যে 8-8.5 শতাংশ GDP গ্রোথ (অর্থনৈতিক বৃদ্ধির হার)-এর আশা করা হয়েছিল। তবে সরকার আর্থিক বছর ২০২৩-২৪ বছরের জন্যে GDP গ্রোথ নিয়ে কি ভাবছে সেই সংক্রান্ত বিষয় আজ মঙ্গলবারই স্পষ্ট হবে।

তিন বছরের মধ্যে সবথেকে ধীর গতির বৃদ্ধি?

তিন বছরের মধ্যে সবথেকে ধীর গতির বৃদ্ধি?

তবে যদি রয়টার্সের খবর সত্যি হয় তাহলে ইকোনমিক সার্ভেতে আর্থিক বছর ২০২৩-২৪ সালের জন্যে GDP- এর গ্রোথ রেট (gross domestic product) হতে পারে 6-6.8 শতাংশ। এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকার নতুন অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ অনুমান করতে পারে। আর তা গত তিন বছরের মধ্যে সবথেকে ধীর গতির বৃদ্ধি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে নমিনাল গ্রোথের অনুমান ১১ শতাংশ হতে পারে মনে করা হচ্ছে। এই অবস্থায় ইকোনমিক সার্ভে কি প্রকাশিত হয় সেদিকেই নজর সবার।

GDP থেকেই অর্থনৈতিক বৃদ্ধির হার স্পষ্ট হয়

GDP থেকেই অর্থনৈতিক বৃদ্ধির হার স্পষ্ট হয়

বলে রাখা প্রয়োজন, জিডিপি হল অর্থনৈতিক বৃদ্ধির হার ট্র্যাক করতে ব্যবহৃত সবচেয়ে সাধারণ সূচকগুলির মধ্যে একটি। GDP অর্থাৎ gross domestic product দেশের মধ্যে স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে সমস্ত গুডস এবং সার্ভিস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে থাকে। এর মধ্যে দেশের মধ্যে থেকে যেসব বিদেশি সংস্থা উৎপাদনের সঙ্গে যুক্ত তারাও অন্তর্ভুক্ত। অর্থনৈতিক ভাবে যখন দেশ শক্তিশালী হয় তখন বেকারত্ব ইস্যু অনেকটাই কম হয়।

ইকোনমিক সার্ভে আসলে কী?

ইকোনমিক সার্ভে আসলে কী?

ইকোনমিক সার্ভে অর্থমন্ত্রকের (Finance Ministry) বার্ষিক একটি সমীক্ষা। অর্থাৎ গত এক বছর ধরে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকার একটি রিপোর্ট দিয়ে থাকে। এক কথায় সেটি অর্থনৈতিক সমীক্ষা। বিগত এক বছর দেশের অর্থ ব্যবস্থা কেমন ছিল এই সমীক্ষার মাধ্যমে জানা যায়। মূলত দুটি খন্ডে এই সমীক্ষা প্রকাশ্যে আসে। আর এই সমীক্ষার মাধ্যমে কোথায় ক্ষতি আর কোথায় লাভ সেই সংক্রান্ত একটি মূল্যায়ন করা হয়। দেশের অর্থনীতি নিয়ে সরকারের ভূমিকা-দৃষ্টিভঙ্গিও Economic Survey-এর মাধ্যমে উঠে আসে।

বলেও রাখা প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরনের নেতৃত্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মিনিস্ট্রি অফ ইকোনমিক্স অ্যাফেয়ার্স এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট তৈরি করে।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, জিডিপি প্রবৃদ্ধি হবে ৬-৬.৮% হারেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, জিডিপি প্রবৃদ্ধি হবে ৬-৬.৮% হারে

English summary
GDP growth rate of india may be 6.8 percent, to be Mentioned in economic survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X