For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাম কমল এলপিজি-র, বাড়ল জ্বালানির খরচ, কলকাতা সহ রাজ্যে কত হল দাম জানেন কি

পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম একদিকে যেমন বাড়ল তেমনই পয়লা মার্চ থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমল চার মহানগরে।

  • |
Google Oneindia Bengali News

পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম একদিকে যেমন বাড়ল তেমনই পয়লা মার্চ থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমল চার মহানগরে। দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে ভর্তুকিযুক্ত ও ভর্তুকুহীন রান্নার গ্যাসের দাম অনেকটাই কমায় স্বস্তি পেল আমজনতা। কোথায় কতটা দাম কমল আসুন জেনে নেওয়া যাক।

গ্যাসের দাম

গ্যাসের দাম

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম গড়ে ২টারা ৫০ পয়সা করে কমেছে। এদিন ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছে ৪৫ টাকা করে। এই নিয়ে এই বছরে তৃতীয়বার রান্নার গ্যাসের দামে হেরফের হল। ১ তারিখ থেকেই জ্বালানির দাম কিছুটা বেড়েছে।

কলকাতায় কত দাম

কলকাতায় কত দাম

দাম কমার পরে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কলকাতা সহ রাজ্যে হবে ৪৯৬.০৭ টাকা। দাম কমেছে ২.৫৩ টাকা। এদিকে ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছে ৪৫.৫ টাকা। দাম হয়েছে ৭১১.৫০ টাকা।

অন্য মেট্রো শহরে কত দাম

অন্য মেট্রো শহরে কত দাম

ভর্তুকিযুক্ত গ্যাসের দাম দিল্লিতে ৪৯৩.০৯ টাকা (কমেছে ২.৫৪ টাকা), মুম্বইয়ে ৪৯০.৮০ টাকা (কমেছে ২.৫৭ টাকা) ও চেন্নাইয়ে হয়েছে ৪৮১.২১ টাকা (কমেছে ২.৫৬ টাকা)। এদিকে ভর্তুকিহীন গ্যাসের দাম দিল্লিতে ৪৭ টাকা কমে হয়েছে ৬৮৯ টাকা, মুম্বইয়ে ৪৭ টাকা কমে হয়েছে ৬৬১ টাকা ও চেন্নাইয়ে ৪৬.৫ টাকা কমে হয়েছে ৬৯৯.৫ টাকা।

প্রতিটি সংযোগে ১২টি সিলিন্ডার

প্রতিটি সংযোগে ১২টি সিলিন্ডার

১৪.২ কেজি ওজনের ১২টি করে সিলিন্ডার প্রতিটি বাড়িতে সরকার থেকে ভর্তুকি যুক্ত করে দেওয়ার কথা। যারা ভর্তুকি সমেত গ্যাস নিয়েছেন। তার বাইরে গ্যাস নিতে হলে ভর্তুকিবিহীন সিলিন্ডার দাম দিয়ে কিনতে হবে। সারা দেশে মোট ১৮.১১ কোটি ভর্তুকিযুক্ত গ্রাহক রয়েছেন।

জ্বালানির দাম বৃদ্ধি

জ্বালানির দাম বৃদ্ধি

এলপিজি-র দাম কমলেও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৭৪.৩২ টাকা ও ডিজেলের দাম হয়েছে ৬৪.৯৪ টাকা।

English summary
Fuel price up, LPG cylinders get cheaper by up to Rs. 47, Check out rate in Kolkata amd West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X