For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোম ‌ইন্সিওরেন্সর জন্য আয়করে বাড়তি ছাড়, বাজেটে ঘোষণা করতে কেন্দ্র

দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেটা পূর্ণমাত্রায় জনমোহিনী হবে, তার আগাম আঁচ পেতে শুরু করেছেন মানুষ।

Google Oneindia Bengali News

দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেটা পূর্ণমাত্রায় জনমোহিনী হবে, তার আগাম আঁচ পেতে শুরু করেছেন মানুষ। খবরের শিরোনামে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাজেট সংক্রান্ত খবর উঠে আসছে। নির্মলা সীতারামনও যে সে লক্ষ্যেই এগোচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই শোনা গিয়েছে এক ধাক্কায় অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা তুললে নাকি অতিরিক্ত কর দিতে হবে। বাজেটে এমনই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে সাধারণ মানুষের উপর বড় একটা প্রভাব পড়বে না।

হোম ‌ইন্সিওরেন্সর জন্য আয়করে বাড়তি ছাড়, বাজেটে ঘোষণা করতে কেন্দ্র

রিজার্ভ ব্যাঙ্ক আগে থেকেই রেপোরেট কমিয়ে পথ সুগম করে রেখেছে। এক ধক্কায় অনেকটাই কমেছে গাড়ি, বাড়ি ঋণের ইএমআই। সেই সূত্র ধরেই হোম ইন্সিওরেন্সের উপর কর ছাড়ের কথা ঘোষণা করতে চলেছে মোদী সরকার। এই নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিমা সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। মনে করা হচ্ছে ৫ জুলাই পেশ করা হবে বাজেট। এই প্রথম কোনও মহিলা অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। সেদিক থেকেও এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেভাবেই হোক এবারের বাজেট জনমোহিনী করতেই হবে মোদী সরকারকে। যে আশা নিয়ে দ্বিতীয়বার বিজেপিকে ৩৫০ আসন দিয়েছে মানুষ, সেই প্রত্যাশা জিইয়ে রাখাই এখন মোদীর কাছে বড় চ্যালেঞ্জ।

English summary
FM may announce big tax relief for home buyers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X