For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেনশনভোগীদের জন্য শীঘ্রই এক পোর্টালে একাধিক পরিষেবা! সুবিধার পিছনে ৫ টি বিষয় অবশ্যই জানতে হবে

পেনশনভোগীদের জন্য শীঘ্রই এক পোর্টালে একাধিক পরিষেবা! সুবিধার পিছনে ৫ টি বিষয় অবশ্যই জানতে হবে

  • |
Google Oneindia Bengali News

পেনশনভোগী (pensioner) এবং প্রবীণ নাগরিকদের (senior citizen) জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য এক জানালা পোর্টালের (One window portal) কথা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এই পোর্টাল শুধুমাত্র পেনশনভোগী কিংবা তাদের সংগঠনগুলির সঙ্গে সংযোগ রক্ষাই নয়, তাদের পরামর্শ এবং অভিযোগগুলিতেও নজর দেবে।

প্রবীন নাগরিকদের জন্য এক জানালা বন্দোবস্ত

প্রবীন নাগরিকদের জন্য এক জানালা বন্দোবস্ত

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এই পেনশন পোর্টালের উদ্দেশ্য হল, পেনশনভোগীদের জন্য এক জানালা বিশিষ্ট ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা। বিভিন্ন জায়গায় গিয়ে অভিযোগ জানানো নয়, এবার একজায়গাতেই অভিযোগ জানিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রকের বকেয়া পেনশন, পেনশনের অনুমোদন এবং তা দেওয়ার ক্ষেত্রে সম্পর্ক যুক্ত বিভিন্ন মন্ত্রক এই সিস্টেমে যুক্ত থাকবে। অভিযোগ পাওয়ার পরে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে তা পাঠিয়ে দেওয়া হবে।

অবসরপ্রাপ্তদের মর্যাদার দেওয়ার চেষ্টা

অবসরপ্রাপ্তদের মর্যাদার দেওয়ার চেষ্টা

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পেনশনারদের অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনার জন্য স্কোভা হল একটি দরকারি প্ল্যাটফর্ম। নির্দিষ্ট কোনও পেনশনভোগী কিংবা পেনশনভোগীদের কোনও অসুবিধা তুলে ধরতে স্কোভা অ্যাসোসিয়েশনকে সুযোগ দেবে। যা সরাসরি নির্দিষ্টমন্ত্রক কিংবা দফতরে পৌঁছে যাবে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মীদের জ্ঞান, অভিজ্ঞতা এবং প্রচেষ্টার ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। যা পেনশন বিভাগের দক্ষতা আরও বাড়াতে পারে।

এখন ঘর থেকেই লাইভ সার্টিফিকেট জমার সুবিধা

এখন ঘর থেকেই লাইভ সার্টিফিকেট জমার সুবিধা

এর আগে ২০১৪ সালে অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য জীবন প্রমাণ পোর্টাল চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশাপাশি পেনশনভোগীদের সুবিধা দেওয়া উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
তিনি আরও বলেছেন, এখন দেশের একশটি শহরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ঘরের দরজায় গিয়ে লাইফ সার্টিফিকেট জমার সুবিধা দিচ্ছে। লাইফ সার্টিফিকেট জমা দিতে ফেস অথেন্টিকেশন প্রক্রিয়া চালু করা হয়েছে ২০২১-এর ২৯ নভেম্বর থেকে।

এক জানালা পোর্টাল নিয়ে যে পাঁচটি বিষয় অবশ্যই জানতে হবে

এক জানালা পোর্টাল নিয়ে যে পাঁচটি বিষয় অবশ্যই জানতে হবে

  • ব্যক্তিগতভাবে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে না গিয়ে এক জানালার পোর্টালের মাধ্যমে পেনশনভোগীরা তাদের অভিযোগ উত্থাপন এবং সমাধান করতে পারবেন।
  • পোর্টালটি সারা দেশে পেনশনভোগী এবং তাদের সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ অবিচ্ছিন্ন যোগাযোগ করতে সক্ষম হবে।
  • এই ব্যবস্থায় পেনশনভোগীদের ইনপুট, পরামর্শ এবং দ্রুত অভিযোগের নিরসন করবে।
  • বকেয়া পেনশনের প্রক্রিয়াকরণ, তার অনুমোদন এবং বিতরণের জন্য যেসব মন্ত্রক যুক্ত, তাদের সবাই এই একই পোর্টালে যুক্ত থাকবে।
  • পেনশনভোগীদের পাশাপাশি নোডাল অফিসাররা অভিযোগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার অবস্থান জানতে পারবেন।

ঊর্ধ্বমুখী পারদে ব্যাপক চাহিদা, রেকর্ড ব্যবসা এসি কোম্পানিগুলির ঊর্ধ্বমুখী পারদে ব্যাপক চাহিদা, রেকর্ড ব্যবসা এসি কোম্পানিগুলির

English summary
Five things behind single window portal for pensioners by Central Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X