For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্প পিপিএফ-এর এই সুবিধাগুলোর কথা কি জানেন, একনজরে দেখে নিন

অন্যতম জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই মুহুর্তে পিপিএফে সুদের হার ৭.৮ শতাংশ। বিনিয়োগ, সুদ এবং মেয়াদ পূর্তি, তিনটি ক্ষেত্রেই পুরোপুরি কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

অন্যতম জনপ্রিয় স্বল্প সঞ্চয় প্রকল্প হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সামনের তিন মাসের জন্য পিপিএফের সুদের হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। এই মুহুর্তে পিপিএফে সুদের হার ৭.৮ শতাংশ।

 স্বল্প সঞ্চয় প্রকল্প পিপিএফ-এর বিভিন্ন সুবিধাগুলি একনজরে

পিপিএফ অর্থমন্ত্রকের ইইই স্টেটাস অর্থাৎ, বিনিয়োগ, সুদ এবং মেয়াদ পূর্তি, তিনটি ক্ষেত্রেই পুরোপুরি কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। ৮০ সি ধারায় এই কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। একটি অর্থবর্ষে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টে জমা করা য়ায়। আগে পিপিএফে বাৎসরিক সুদ নির্ধারণ করা হয়। কিন্তু গত বছরের এপ্রিল থেকে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ নির্ধারণ করেছে কেন্দ্র।

 স্বল্প সঞ্চয় প্রকল্প পিপিএফ-এর বিভিন্ন সুবিধাগুলি একনজরে

পিপিএফের অন্য সুবিধা
১) ঋণের সুবিধা:
যে অর্থবর্ষে পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অর্থবর্ষের থেকে তৃতীয় অর্থবর্ষে লোনের সুবিধা পাওয়া যায়। দ্বিতীয় অর্থবর্ষের শেষে যে টাকা জমা হবে, তার ২৫ শতাংশ টাকা লোন হিসেবে পাওয়া যেতে পারে। এই সুদের হার বছরে ২ শতাংশ। পরবর্তী ৩৬ মাসে সেই লোন শোধ করা যায়।

২) আংশিক টাকা তোলার সুবিধা:
অ্যাকাউন্ট খোলার পর সপ্তম অর্থবর্ষ থেকে আংশিক টাকা তোলার সুবিধা পাওয়া যায়। এমনটাই জানাচ্ছে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট। চতুর্থ অর্থবর্ষের শেষে যে টাকা জমা ছিল, তার ৫০ শতাংশ টাকা তোলার সুবিধা আছে।

৩) মেয়াদ পূর্তির আগেই অ্যাকাউন্ট বন্ধের সুবিধা
অ্যাকাউন্ট খোলার পর পাঁচটি অর্থবর্ষ পেরিয়ে গেলে অ্যাকাউন্টটি বন্ধ করা যায়। তবে তার জন্য কারণ দেখাতে হয়। ২০১৬ সালে আইন সংশোধন করে চিকিৎসা কিংবা উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজনে অ্যাকাউন্ট বন্ধ করার সংস্থান রাখা হয়েছে।

৪) সময় শেষের পরেও অ্যাকাউন্ট চালু রাখার সুবিধা
সাধারণত ১৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খোলা যায়। এর পরে গ্রাহক তাঁর অ্যাকাউন্ট চালু রাখতে চাইলে, ৫ বছর করে তা বাড়ানো যায়।

৫) সুদের হারের হিসেব
পিপিএফের সুদের হার নির্ধারিত হয় বাৎসরিক হিসেবে। সুদ দেওয়া হয় প্রত্যেক বছরের ৩১ মার্চের হিসেবে। অন্যদিকে, মাসের হিসেবে যে সুদ নির্ধারণ করা হয় তা শুরু হয় প্রত্যেক মাসের ৫ তারিখ থেকে এবং শেষ হয় মাসের শেষ দিনে। অর্থাৎ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যদি সেই মাসের সুদ পেতে চান, তাহলে টাকা জমা দিতে হবে সেই মাসের ৫ তারিখের মধ্যেই।

English summary
PPF account holders can avail of loan facility. Users can also opt for PPF partial withdrawal, says India post's website. Premature closure of a PPF account is also possible.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X