For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাধা কাটিয়ে ভারতীয় রেলে দেড় লক্ষ কোটি বিনিয়োগের পথে এলআইসি

প্রায় দুই বছর আগে ভারতীয় রেলে এলআইসি বিনিয়োগ করবে বলে ঠিক হয়েছিল। তবে নানা কারণে তা লাল ফিতের ফাঁসে আটকে ছিল। এবার তা বাস্তবায়িত হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে সমস্ত বাধা কাটিয়ে ভারতীয় রেলে দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে ভারতীয় জীবন বীমা নিগম। প্রায় দুই বছর আগে ভারতীয় রেলে এলআইসি বিনিয়োগ করবে বলে ঠিক হয়েছিল। তবে নানা কারণে তা লাল ফিতের ফাঁসে আটকে ছিল। এবার তা বাস্তবায়িত হতে চলেছে।

বাধা কাটিয়ে ভারতীয় রেলে দেড় লক্ষ কোটি বিনিয়োগের পথে এলআইসি

[আরও পড়ুন:আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কি আধার সংযুক্ত, তাহলে এবার পাবেন এই সুবিধে][আরও পড়ুন:আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট কি আধার সংযুক্ত, তাহলে এবার পাবেন এই সুবিধে]

দুই বছর আগে রেলে বিনিয়োগের আহ্বান জানিয়ে বন্ড ইস্যু করা হয়েছিল। সেই বন্ডেই বিনিয়োগ করতে রাজি হয়েছিল এলআইসি। রেলের মোট বন্ডের ২৫ শতাংশ কেনার কথা ছিল এলআইসি-র। এবার সেই পথে হেঁটেই মোট পাঁচবছরে ধাপে ধাপে রেলে বিনিয়োগ করবে দেশের সবচেয়ে বড় বীমা সংস্থা।

কয়েকদিন আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, আইআরএফসি বন্ডকে অ্যাপ্রুভড সিকিউরিটি হিসাবে দেখা হবে। এই বন্ডে কোনও সরকারি গ্যারান্টি নেই। চবে এই বন্ডকে বীমা আইনের ২ (৩) ধারা মেনে সেফগার্ড করা হয়েছে।

রেলে পাঁচ বছরে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রেলের পরিকাঠামো ঢেলে সাজানোই লক্ষ্য। সেজন্য ২০১৫ সালের মার্চে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুর সময়ে এলআইসি-র সঙ্গে কথা হয়। যা এখন রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সময়ে এসে বাস্তবায়িত হতে চলেছে।

English summary
Finance ministry okays LIC’s Rs 1.5 lakh crore funding of Indian Railways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X