For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থমকেছে ভারতীয় অর্থনীতি, রিপোর্টে উদ্বেগ বাড়লেও আশ্বস্ত করছে কেন্দ্র

২০১৮-১৯ অর্থবর্ষে কিছুটা গতি থমকে গিয়েছে ভারতীয় অর্থনীতির। অর্থ মন্ত্রকের একটি রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৮-১৯ অর্থবর্ষে কিছুটা গতি থমকে গিয়েছে ভারতীয় অর্থনীতির। অর্থ মন্ত্রকের একটি রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। দ্য সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস বা এসএসও রিপোর্ট প্রকাশ করেছে। গত অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.২ শতাংশ হারে হয়েছে বলে জানা গিয়েছে। যা গত পাঁচ বছরে সর্বনিম্ন।

থমকেছে ভারতীয় অর্থনীতি, কেন্দ্রের রিপোর্টে উদ্বেগ

অর্থমন্ত্রক জানিয়েছে, রেপো রেট কমিয়ে আনা বা ব্যাঙ্ককে নানা রকম সুবিধা দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, এতদসত্ত্বেও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে চলা অর্থনীতির দেশ হিসেবেই এগিয়ে চলেছে। এই বৃদ্ধিকে ত্বরান্বিত করতে গেলে কৃষি ক্ষেত্রের বৃদ্ধি আবশ্যক এটা অর্থমন্ত্রক মনে করছে।

আর্থিক ঘাটতির পরিমাণ সরকারকে বারবার ভাবিয়ে তুলেছে। যার ফলে ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট-এর লক্ষ্য সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বছরের প্রথম চার মাসের মধ্যে ফেব্রুয়ারি ও এপ্রিলে আরবিআই দু'বার রেপো রেটে সুদের হার কমিয়েছে। ২০১৬ সালে মানিটারি পলিসি কমিটি তৈরি হওয়ার পর এই প্রথমবার পরপর দুবার এভাবে রেট কমিয়ে আনা হয়েছে বলা জানানো হয়েছে।

English summary
Economic growth may have slowed in 2018-19, reveals Finance ministry report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X