For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় সরকার ৫০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে, শুধু ঘরে বসে এই কাজটি করতে হবে

কেন্দ্রীয় সরকার ৫০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে, শুধু ঘরে বসে এই কাজটি করতে হবে

  • |
Google Oneindia Bengali News

যদি কেউ ঘরে বসে অর্থ উপার্জন (income opportunity from home) করতে চান, তাহলে আপনার জন্য দুর্দান্ত সুযোগ অপেক্ষা করছে। এখানে আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। মোদী সরকার একটি বিশেষ প্রতিযোগিতা শুরু করেছে। এক্ষেত্রে আপনাকে ঘরে বসে একটি লোগা ডিজাইন করতে হবে। যদি এই লোগা নির্বাচিত হয়, তাহলে ৫০ হাজার টাকা পুরস্কার পেতে পারেন। কীভাবে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যাবে, তা একনজরে।

আবেদনের সময় ১৭ সেপ্টেম্বরের মধ্যে

আবেদনের সময় ১৭ সেপ্টেম্বরের মধ্যে

এই প্রতিযোগিতার জন্য তথ্য My Gov India-র অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এর জন্য প্রথমে ভারত সরকারের খাদ্য এবং সরবরাহ মন্ত্রকের শুরু করা লোগো ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ১৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে। যে ব্যক্তি এই প্রতিযোগিতায় জিতবে, তাঁকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে দিতে হবে।

 কী করতে হবে

কী করতে হবে

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারত কর্তৃক স্পনসর করা একটি প্রস্তাব গ্রহণ করেছে। যেখানে ২০২৩ কে আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। ৭০ টির বেশি দেশ এই প্রস্তাবকে সমর্থন করেছে। তারেই প্রেক্ষিতে এই প্রতিযোগিতাটি কৃষি মন্ত্রক পরিচালনা করছে।
ভারত সরকার ২০২৩কে আন্তর্জাতিক বাজরা বছর হিসেবে পালন করতে উপযুক্ত লোগো এবং একটি ট্যাগলাইন তৈরি করতে চায়। সেই কারণে, সাধারণ জনগণের মধ্যে যা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জনগণের মধ্যে আকর্ষণীয় করে তুলতে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এব্যাপারে সরকারের লক্ষ্য হল, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন পরিস্থিতিতেও স্বাস্থ্যের উপকালিতা এবং উপযুক্ততা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

 কে কী পুরস্কার পাবেন

কে কী পুরস্কার পাবেন

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জয়ী প্রতিযোগীকে ৫০ হাজার টাকা-সহ প্রতিযোগিতার ই-সার্টিফিকেট দেওয়া হবে। পাশাপাশি তিন অংশগ্রহণকারীকে পুরস্তৃত করা হবে। সবাইকেই ই-সার্টিফিকেট দেওয়া হবে। লোগোর জন্য প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা। ট্যাগলাইনের জন্য প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে যথাক্রমে ২৫ ও ১০ হাজার টাকা।

যেভাবে নাম নথিভুক্তি

যেভাবে নাম নথিভুক্তি

১) এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করতে প্রথমে myGov.in পোর্টালে যেতে হবে।
২) কন্টেস্ট-এ গিয়ে লগ ইন টু পার্টিসিপেট ট্যাবে ক্লিক করতে হবে।
৩) সেখানে নথিভুক্তি করণের বিবরণ দিতে হবে।
৪) নথিভুক্তির পরে আগ্রহী ব্যক্তিকে তাঁর এন্ট্লি জমা দিতে হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Earn Rs 50000 by taking part in Government of India organized logo and a tagline competition from home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X