For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসছে মার্চ মাস, আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে বড় পরিবর্তনের জন্য তৈরি থাকুন

আসছে মার্চ, আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারে বড় পরিবর্তনের জন্য তৈরি থাকুন

  • |
Google Oneindia Bengali News

ডেবিট কিংবা ক্রেডিট কার্ড প্রায় সকলেই ব্যবহার করেন, কিন্তু ১৬ মার্চ থেকে এই দুই কার্ডেই যে বড় পরিবর্তন আসতে চলেছে, তা হয়তো অনেকেই জানেন না। এই দুই কার্ডকে আরও সুরক্ষিত করে তুলতে রিজার্ভ ব্যাঙ্ক গত সপ্তাহের সোমবার ব্যাঙ্কগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। যার জেরে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ব্যবহারে পরিবর্তন আসতে চলেছে।

দেশের মধ্যেই কাজ করবে কার্ড

দেশের মধ্যেই কাজ করবে কার্ড

১৬ মার্চ থেকে সব নতুন কিংবা পুরনো কার্ডগুলি কেবলমাত্র দেশের মধ্যেই কাজ করবে। গ্রাহকরা অনুরোধ পাঠালে, তবেই সেগুলি ইন্টারন্যাশনাল হিসেবে কাজ করবে। অন্যদিকে ব্যাঙ্কগুলিও কাডগুলির কেবল মাত্র দেশের মধ্যেকার এটিএম-এ কিংবা পস টার্মিনালে ব্যবহারের অনুমতি দেবে।

ইন্টারন্যাশনাল ব্যবহারের ক্ষেত্রে আলাদা করে অনুরোধ

ইন্টারন্যাশনাল ব্যবহারের ক্ষেত্রে আলাদা করে অনুরোধ

ইন্টারন্যাশনাল লেনদেনের ক্ষেত্রে, তা সেটা অনলাইনই হোক কিংবা কার্ডলেস, গ্রাহককে আলাদা করে অনুরোধ পাঠাতে হবে, ব্যাঙ্কগুলির কাছে, নিজের ইচ্ছার কথা জানিয়ে।

 গ্রাহকের হাতেই থাকবে কার্ড সক্রিয় কিংবা নিষ্ক্রিয় করার পদ্ধতি

গ্রাহকের হাতেই থাকবে কার্ড সক্রিয় কিংবা নিষ্ক্রিয় করার পদ্ধতি

কার্ড ব্যবহারে সুবিধার জন্য, কার্ডকে সক্রিয় কিংবা নিষ্ক্রিয় করতে যাবতীয় ব্যবস্থাই থাকবে গ্রাহকের হাতে। এমন কি কার্ডের ট্রানজ্যাকশন লিমিট বাড়ানো কিংবা কমানোর বিষয়টিও থাকবে গ্রাহকেরই হাতে। যা ছিক করা যাবে মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কিংবা আইভিআর-এর মাধ্যমে। অন্যদিকে ব্যাঙ্কগুলির হাতে থাকবে, কার্ডটির আন্তর্জাতিক ব্যবহার, অনলাইন কিংবা কনট্যাক্টলেস ট্র্যানজ্যাকশনের বিষয়টি।

যেসব গ্রাহক অনলাইন কিংবা ইন্টারন্যাশনাল ট্রাভেলের সময় কার্ড ব্যবহার করেননি, তাদের ক্ষেত্রে সুবিধা নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী, কার্ডের সুইচ অন কিংবা অফ করতে পারবেন। উদাহরণ স্বরূপ, এটিএম থেকে টাকা তোলার আগে পরে কার্ড ব্লক কিংবা আন ব্লক করে দিতে পারবেন কোনও একজন নির্দিষ্ট গ্রাহক।

কার্ড অপব্যবহার তেকে রক্ষা

কার্ড অপব্যবহার তেকে রক্ষা

বিশেষঞ্জরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপে কার্ড হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে অপব্যবহারের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। অন্যদিকে কার্ডের ব্যবহারকারীরাও তাদের ডেইলি ট্রানজ্যাকশন লিমিটও ঠিক করতে পারবেন কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী।

রয়েছে আরএসএস-এর পরামর্শ, রাজ্য সভাপতি নির্বাচনে পরীক্ষিত মুখেই ভরসা বিজেপিররয়েছে আরএসএস-এর পরামর্শ, রাজ্য সভাপতি নির্বাচনে পরীক্ষিত মুখেই ভরসা বিজেপির

English summary
Domestic and International debit and Credit Card will undergo some crucial change from March 2020. Users can even switch off and switch on cards based on your will and need.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X