For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের বেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আপনার? কত বড় বিপদ ডেকে আনছেন জানেন

দেশেরর প্রত্যেক কোনাতে যাতে ব্যাংকিং পরিষেবা (Banking Facility) পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্রীয় সরকার(Central Government)। প্রত্যেক ব্যক্তির যাতে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেটিও এই প্রকল্পের অন্যতম টার্গেট।

  • |
Google Oneindia Bengali News

Multiple Bank Account Pros and Cons: দেশেরর প্রত্যেক কোনাতে যাতে ব্যাংকিং পরিষেবা (Banking Facility) পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্রীয় সরকার(Central Government)। প্রত্যেক ব্যক্তির যাতে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেটিও এই প্রকল্পের অন্যতম টার্গেট।

মোদী সরকার Pradhan Mantri Jan Dhan অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক নাগরিকের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করছে। কিন্তু সেভিং অ্যাকাউন্ট ছাড়কা আজকের দিনে চলা খুবই মুশকিল।

বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হোক-

বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হোক-

কিন্তু এক একজনের আবার একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে। বেসরকারি ক্ষেত্রে সংস্থা কর্মচারীদের জন্য আলাদা (Saving Account Opening) সেভিংস অ্যাকাউন্ট খুলে দেয়। কিন্তু চাকরি বদলানোর পর সেটি বন্ধ করতে ভুলে যান। কিন্তু জানেন কি একের পর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে কত সুবিধা কিংবা অসুবিধা (Pros and Cons of Multiple Bank Account) হতে পারে। তো চলুন আপনাকে একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হোক-

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্যায় পড়তে পারেন

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্যায় পড়তে পারেন

CIBIL Score-এ সমস্যা হতে পারে-

আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না, তখন এটি নিষ্ক্রিয় হয়ে যায়। এমনকি যদি ব্যাঙ্কে নুন্যতম ব্যালেন্স না রাখা হয় তাহলে ব্যাঙ্ক জরিমানা করে থাকে। আর এই জরিমানার কারণে সিভিল স্কোরে ব্যাপক প্রভাব পড়ে। এক ধাক্কায় অনেকটাই কমে যায়।

সার্ভিস চার্জে বাড়তে পারে খরচ

আজকাল লোকেরা একাধিক সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ড, এসএমএস সতর্কতা ইত্যাদি সুবিধা গ্রহণ করে। আর এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক নানা ধরণের সার্ভিস চার্জ নিয়ে থাকে। এই কারণে, আপনার যদি বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে আপনাকে বিভিন্ন ব্যাংকের পরিষেবা (Banking Service Charge) চার্জ দিতে হবে। ফলে একাধিক ব্যাঙ্কের সার্ভিস চার্জ বিভিন্ন হয়ে থাকে। এক্ষেত্রে খরচ বাড়ার সম্ভাবনা অনেক বেশি।

জালিয়াতির শিকার হতে পারেন-

একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কারণে অনেক সময় আমরা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঠিক তথ্য রাখতে পারি না। এই অবস্থায় জালিয়াতরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক খালি করে দিতে পারে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আপনি দ্রুত এবং সহজেই প্রতারণার শিকার হতে পারেন। ফলে একটা অ্যাকাউন্ট থাকলেই তা সুবিধাজনক বলে মনে করা হয়।

ITR দিতে সমস্যা হতে পারে-

Income Tax Return- জমা দিতে সমস্যা তৈরি হতে পারে। আপনাকে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং সেগুলিতে জমা করা পরিমাণ লিখতে হবে। আপনাকে মাঝে মাঝে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ বের করতে সমস্যায় পড়তে হতে পারে। এমনকি সুদ পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

একের বেশি অ্যাকাউন্টে সুবিধাও রয়েছে-

একের বেশি অ্যাকাউন্টে সুবিধাও রয়েছে-

সুবিধা মতো বিনিয়োগ করতে পারবেন-

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার বেশ কিছু সুবিধাও রয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে প্রয়োজন মতো বিনিয়োগ করা যায়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিনিয়োগ করে আপনি সহজেই আপনার ভবিষ্যৎ লক্ষ্য অর্জন করতে পারেন।

অন্যদিকে একের বেশি অ্যাকাউন্ট থাকলে লিকিউড মানির সমস্যা মেটানো সম্ভব। হঠাত প্রয়োজনে একটা অ্যাকাউন্টে টাকা না থাকলে অন্য অ্যাকাউন্ট থেকে টাকা বার করা যায়।

English summary
do you have multiple bank account, know the pros and cons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X