For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেশি আয়ের কারণে বেশি Tax! তবে তা বাঁচানোর বেশ কিছু উপায়ও রয়েছে

বেশি আয়ের কারণে বেশি Tax! তবে তা বাঁচানোর বেশ কিছু উপায়ও রয়েছে

  • |
Google Oneindia Bengali News

বেশি আয়ের লোকেদের স্বাভাবিকভাবেই বেশি কর দিতে হয়। তবে কর থেকে বাঁচবার বেশ কিছু উপায় রয়েছে। যা রয়েছে আয়কর আইনেই। যার মাধ্যমে সব থেকে বেশি কর বাঁচানো যেতে পারে।

সেভিংস অ্যাকাউন্টের সুদ

সেভিংস অ্যাকাউন্টের সুদ

সাধারণভাবে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার কম হলেও, বেশ কিছু ছোট ও বেসরকারি ব্যাঙ্ক তুলনামূলক বেশি সুদ দিয়ে থাকে। অনেকেই বেশি আয়ের আশায় সেখানে টাকা রাখেন। তবে অনেক করদাতাই জানেন না আয়কর আইনের 80TTA ধারায় বছরে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে ছাড় পাওয়া যায়।

সন্তানের টিউশন ফিতে ট্যাক্স বাঁচে

সন্তানের টিউশন ফিতে ট্যাক্স বাঁচে

আয়কর আইনের ৮০ সি ধারায় সর্বাধিক দুই সন্তানের স্কুলের টিউশন ফিতে বছরে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। প্লে স্কুল, প্রাক নার্সারি, নার্সারি, স্কুল, রলেজ, বিশ্ববিদ্যালয়ের খরচ এর অধীনে রয়েছে।

বাবা-মাকে ভাড়া দিয়ে ছাড়

বাবা-মাকে ভাড়া দিয়ে ছাড়

সরকারি কিংবা বেসরকারি কর্মীরা এইচআরএ খাতে টাকা পেয়ে থাকেন। আয়কর আইনের ১০ (১৩এ) ধারায় এই খাত থেকে ছাড় পাওয়া যায়। কেউ বাবা-মায়ের সঙ্গে থাকেন। এই আইনের সুবিধা নিতে হলে সেই ব্যক্তিকে বাবা-মায়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাগজ এবং ভাড়ার রসিদ জমা দিতে হবে।

চিকিৎসায় কর ছাড়

চিকিৎসায় কর ছাড়

চিকিৎসায়ও কর ছাড় পাওয়া যায়। আয়কর আইনের 11 DD অনুসারে কিডনির রোগ, এইডস, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, ম্যালিগন্যান্ট ক্যান্সার এবং অন্য রোগেল জন্য 80DDB ধারায় কর ছাড় পাওয়া যেতে পারে। তবে এব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকের রিপোর্ট দাখিল করতে হবে।

 সিনিয়র সিটিজেনদের সুদে ছাড়

সিনিয়র সিটিজেনদের সুদে ছাড়

আয়কর আইনের 80TTB ধারায় একজন প্রবীণ নাগরিক ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং সমবায় ব্যাঙ্ক থেকে পাওয়া সুদে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড় ২০১৮ সাল থেকে লাগু হয়েছে। ৬০ বছর বয়স কিংবা তার বেশি হলেই এই সুবিধা পাওয়া যাবে।

 গৃহ-ঋণের ওপরে কর ছাড়

গৃহ-ঋণের ওপরে কর ছাড়

গৃহঋণের ওপরেও কর ছাড় পাওয়া যায়। ৮০ সি ধারায় গৃহঋণের মূল পরিশোধের ওপরে ১.৫ লক্ষ টাকা এবং ২৪বি ধারায় সুদ মেটানের ওপরে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।

DA বৃদ্ধি ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ধাক্কা! নিয়মে বড় পরিবর্তন করল মোদী সরকার DA বৃদ্ধি ঘোষণার আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ধাক্কা! নিয়মে বড় পরিবর্তন করল মোদী সরকার

English summary
Different ways to save taxes under present income tax act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X