For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০ টাকাও ছাড়িয়ে গেল ডিজেলের দাম, ১১০ টাকায় পেট্রোল! কলকাতায় দাম শুনলে ঠিক থাকবেন তো?

উৎসবের মরশুমে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম ফের বাড়ল। ইতিমধ্যেই পেট্রোলের দাম দেশের সর্বত্র লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। আর ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়েছে ১২-র বেশি রাজ্যে। আজ রবিবারও ফের একব

  • |
Google Oneindia Bengali News

উৎসবের মরশুমে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম ফের বাড়ল। ইতিমধ্যেই পেট্রোলের দাম দেশের সর্বত্র লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। আর ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা পেরিয়েছে ১২-র বেশি রাজ্যে। আজ রবিবারও ফের একবার দাম বাড়ল পেট্রোলের। দাম বেড়েছে ডিজেলেরও।

নতুন করে লিটার পিছু জ্বালানির দামে বৃদ্ধি হয়েছে ৩৫ পয়সা করে। ডিজেলেও বেড়েছে ৩৫ পয়সা। দেশের প্রত্যেকটি বড় শহরেই এর প্রভাব পড়েছে।

এভাবে প্রত্যেকদিন দাম বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে মধ্যবিত্তের।

পরপর চার দিন লিটার পিছু ৩৫ পয়সা করে দাম বৃদ্ধি

পরপর চার দিন লিটার পিছু ৩৫ পয়সা করে দাম বৃদ্ধি

আজ রবিবার ১৭ অক্টোবর নিয়ে পরপর চার দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু বাড়ল ৩৫ পয়সা করে। তবে উৎসবের মরশুমে ১২ ও ১৩ অক্টোবর জ্বালানির মূল্যে কোনও বৃদ্ধি করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু এরপর থেকে টানা চারদিন দাম বাড়াল তেল সংস্থাগুলি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে পেট্রোলের দাম বাড়ল ১৬ বার আর ডিজেলের দাম বৃদ্ধি হল ১৯ বার। এভাবে প্রত্যেকদিন দাম বাড়তে থাকায় টান পড়ছে মধ্যবিত্তের পকেটে। শুধু তাই নয়, অন্যান্য জিনিসেরও দাম ক্রমশ বাড়তে থাকছে।

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

মেট্রো শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম

আজ রবিবার নতুন করে পেট্রোলের দাম বৃদ্ধির পরে দিল্লিতে দাম সর্বোচ্চে পৌঁছে গিয়েছে। এমনকি হায়দরাবাদেও রেকর্ড দাম বৃদ্ধি হতে চলেছে। বর্ধিত দাম কার্যকর হওয়ার পর দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ১০৫.৮৪ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৫৭ পয়সা । মুম্বইয়ে তা পৌঁছে গিয়েছে লিটার পিছু ১১১.৭৭ টাকায়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে এমনটাই জানানো হয়েছে। মুম্বইতে ডিজেলের দামও ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। মুম্বইতে আজ রবিবার লিটার প্রতি ডিজেল বিক্রি হচ্ছে ১০২.৫২ টাকাতে। বেঙ্গালুরুতেও দাম বৃদ্ধি হয়েছে। সে শহরে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯.৫৩ টাকাতে। ডিজেলে লিটার প্রতি দাম বেড়ে হয়েছে ১00.৩৭ টাকা। একই ছবি হায়দরাবাদেও। এক লিটার পেট্রোল এই শহরে বিক্রি হচ্ছে ১১০.০৯ টাকাতে। বর্ধিত দাম কার্যকর হওয়াতে ডিজেল বিক্রি হচ্ছে ১০৩.০৮ টাকাতে।

এক নজরে কলকাতার দাম

এক নজরে কলকাতার দাম

আজ রবিবার কলকাতাতেও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। বর্ধিত দাম কার্যকর হওয়াতে পেট্রোল এবং ডিজেলে লিটার পিছু যথাক্রমে ১০৬.৪৩ টাকা এবং ৯৭.৬৮ টাকা। ইতিমধ্যে জিএসটি'র আওতায় পেট্রোপণ্যকে নিয়ে আসার দাবি জানানো হচ্ছে। যদিও একাংশের বিরোধীতাতে এই বিষয়টি কার্যকর করা যাচ্ছে না।

দাম বাড়ার আরও আশঙ্কা

দাম বাড়ার আরও আশঙ্কা

বিশ্ব বাজারে ক্রমশ বাড়ছে দাম। ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু ৮৪.৬১ ডলারে পৌঁছে গিয়েছে সাত বছরের মধ্যে প্রথমবার। একমাস আগে এল ব্যারেল তেলের দাম ছিল ৭৩.৫১ ডলার। জ্বালানির জন্য ভারত আন্তর্জাতিক বাজারের ওপরে নির্ভরশীল, সেই কারণে দেশের বাজারের জ্বালানির মূল্যবৃদ্ধি। অর্থনীতিবিদদের একাংশের মতে, আগামিদিনে আরও দাম বৃদ্ধি হতে পারে দাম।

English summary
diesel price crosses 100 rupee mark, petrol price hiked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X