For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে উত্তেজনা! বিএসএনএলকে চিনা যন্ত্রাংশ ব্যবহার বন্ধের নির্দেশ কেন্দ্রের

ফোর জির উন্নতিকরণে কোনওভাবেই চিনের যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না। সূত্রের খবর অনুযায়ী, বিএসএনএলকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের সাহায্যে বিএসএনএল আধুনিকিকরণের কাজ চলছে।

  • |
Google Oneindia Bengali News

ফোর জির উন্নতিকরণে কোনওভাবেই চিনের যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না। সূত্রের খবর অনুযায়ী, বিএসএনএলকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের সাহায্যে বিএসএনএল আধুনিকিকরণের কাজ চলছে। টেন্ডার নিয়েও নতুন করে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে চিনা যন্ত্রাংশ উপর নির্ভরতা কমানোর ব্যাপারে অনুরোধ করা হতে পারে বলে জানা গিয়েছে।

রিভার্স অপারেশন কমল! এনপিপি, তৃণমূলের সমর্থন প্রত্যাহার, সংকটে মনিপুর সরকাররিভার্স অপারেশন কমল! এনপিপি, তৃণমূলের সমর্থন প্রত্যাহার, সংকটে মনিপুর সরকার

চিনা যন্ত্রাংশ নিয়ে বিএসএনএল, এমটিএনএলকে নির্দেশ সরকার

চিনা যন্ত্রাংশ নিয়ে বিএসএনএল, এমটিএনএলকে নির্দেশ সরকার

ফোর জির উন্নতিকরণে কোনওভাবেই চিনের যন্ত্রাংশ ব্যবহার করা যাবে না। সূত্রের খবর অনুযায়ী, বিএসএনএলকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এমটিএনএলকেও এমনই নির্দেশ দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধের চিন্তাভাবনা

বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধের চিন্তাভাবনা

সূত্রের খবর অনুযায়ী টেলিকম ডিপার্টমেন্ট এও চিন্তাভাবনা করছে, যেখানে বেসরকারি মোবাইল পরিষেবা সংস্থাগুলির কাছে অনুরোধ করা হবে, তারা যাতে চিনা যন্ত্রাংশের ব্যবহার কমিয়ে ফেলেন। চিনা কোম্পানির তৈরি নেটওয়ার্ক সিকিউরিটি যন্ত্রাংশ নিয়ে এর আগে বারবারই প্রশ্ন উঠেছে।

লাদাখে চিনা হামলার পরেই সিদ্ধান্ত বদল

লাদাখে চিনা হামলার পরেই সিদ্ধান্ত বদল

সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার হামলায় ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। এরপর থেকেই চিন্তাভাবনায় নানা বদল এনেছে সরকার।

অপ্পোর অনুষ্ঠান বাতিল

অপ্পোর অনুষ্ঠান বাতিল

চিনা হামলার পরেই দেশ জুড়ে শুরু হয়েছে চিনা পণ্য বয়কটেক ডাক। যার জেরে চিনা হ্যান্ডসেট প্রস্তুত কারক অপ্পো দেশব্যাপী ফাইভ জি স্মার্টফোন লঞ্চের অনুষ্ঠান বাতিল করে। ভারতে যে পাঁচটি স্মার্টফোন বেশি ব্যবহৃত হয়, তাদের মধ্যে একটি।

English summary
Dept of Telecom directs BSNL not to use Chinese equipment in Upgradation of its 4G
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X