For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনসিএলটি-র এই 'প্রত্যাশিত' রায়ে 'হতাশ', জানালেন সাইরাস মিস্ত্রি

ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইবুনাল সাইরাস মিস্ত্রির করা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে তাঁকে সংস্থার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করার অধিকার রয়েছে টাটা সন্স লিমিটেডের।

Google Oneindia Bengali News

টাটা সন্স লিমিটেডের বিরুদ্ধে আইনি লড়াইতে হেরেই গেলেন সাইরাস মিস্ত্রি। তাঁর যাবতীয় অভিযোগ নাকচ করে দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইবুনাল বা এনসিএলটি। সেই সঙ্গে ট্রাইবুনাল জানিয়েছে সাইরাসকে সংস্থার চেয়ারম্যান পদ থেকে সরানোর এক্তিয়ার রয়েছে সংস্থার।

আইনি লড়াইয়ে জিতল টাটারা

টাটা সন্স-এর বিরুদ্ধে সাইরাসের মূল অভিযোগ ছিল পরিচালনগত অব্যবস্থা এবং ছোট শেয়ারহোল্ডারদের বঞ্চিত করার। কিন্তু এইসব অভিযোগ ভিত্তিহীন বল সাফ জানিয়েছে এনসিএলটি। এছাড়া সাইরাস মিস্ত্রির আরও অভিযোগ ছিল, রতন টাটা ও টাটা সন্স-এর ট্রাস্টি এনএ সুনাওয়ালা টাটা সন্স-এর পরিচালনায় নাক গলান। কিন্তু বিচারপতি বিএসভি প্রসাদ কুমার ও ভি নল্লাসেনাপথি-র বেঞ্চ সেই দাবিরও কোনও যোগ্যতা নেই বলে রায় দিয়েছেন। ২০১৭ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি হয়।

এদিনের রায়ের পর সাইরাস মিস্ত্রি জানিয়েছেন এই রায়ে তিনি হতাশ। তবে ট্রাইবুনালের এই রায় তাঁর কাছে প্রত্যাশিতই ছিল বলে জানিয়েছেন তিনি। কারণ, 'ট্রাইবুনালের আগের অবস্থানও একই ছিল'। তবে এখানেই যুদ্ধটা থামাতে চান না তিনি। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ফের আবেদন করবেন বলেও জানিয়েছেন।

এই মামলার অন্য পক্ষ অর্থাত টাটা সন্সের পক্ষে সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের মতে আজকের রায় তাঁদের অবস্থানকেই মজবুত করল। এক বিবৃতিতে তিনি জানান, 'টাটা সন্স, এবং তার পরিচালক সংস্থা যে বরাবর স্বচ্ছ ভাবে এবং স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষায় কাজ করেছে এই রায়ে তাই মান্যতা পেল।'

এদিন বিচারপতিদের বেঞ্চ জানায়, সাইরাস মিস্ত্রি খোলাখুলি বোর্ডের তথা সংস্থার বিরোধিতা করেছিলেন। কোম্পানি ল' অনুযায়ী কোনও সংস্থার বোর্ড অ ডিরেক্টর্স চাইলে সংস্থার চেয়ারম্য়ানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। কাজেই টাটা সন্স-এর বোর্ড অব ডিরেক্টর্স এবং শেয়ারহোল্ডারদের মিস্ত্রিকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রশ্নাতীত অধিকার রয়েছে।

২০১৬-র ডিসেম্বরে সাইরাস মিস্তিরি পরিবারের দুটি ফার্ম রতন টাটা-সহ টাটা সন্স লিমিটেডের ২০ জনের বিরুদ্ধে এই মামলা করে। তবে ঘটনার সূত্রপাত আরও আগে। ২০১৬-র অক্টোবরে প্রথমে সংস্থার চেয়ারম্যান পদ থেকে পরে ডিরেক্টর পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। সেই থেকেই টাটাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন সাইরাস।

English summary
National company law tribunal rejected all the allegations of Cyrus Mistry and ruled that Tata Sons Limited had the right to remove him as its chairman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X