For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালো টাকা গেল কই! নোট বাতিলের পর এই মুহূর্তে অবস্থাটা জানলে চমকে উঠবেন

এই মুহূর্তে সার্কুলেশনে রয়েছে ৯৯.১৭ শতাংশ নোট যা প্রায় আগের অবস্থার সমান।

  • |
Google Oneindia Bengali News

কালো টাকা ও দুর্নীতি রোধ করতে ২০১৬ সালের নভেম্বরে পুরনো ৫০০ ও ১ হাজার টাকার বাজার চলতি নোট বাতিল করে দেয় নরেন্দ্র মোদী সরকার। নোট বাতিলের পর আগের অবস্থাই ফের ফিরে এসেছে। এই মুহূর্তে সার্কুলেশনে রয়েছে ৯৯.১৭ শতাংশ নোট যা প্রায় আগের অবস্থার সমান।

কালো টাকা গেল কই! নোট বাতিলের পর এই মুহূর্তে অবস্থাটা জানলে চমকে উঠবেন

[আরও পড়ুন: গ্রেফতারির পরে ফার্স্ট ক্লাসে বিমানযাত্রার আবদার করেন কার্তি চিদাম্বরম][আরও পড়ুন: গ্রেফতারির পরে ফার্স্ট ক্লাসে বিমানযাত্রার আবদার করেন কার্তি চিদাম্বরম]

ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ১৭ লক্ষ ৮২ হাজার কোটি টাকা সার্কুলেশনে রয়েছে। এমনটাই বলছে রিজার্ভ ব্যাঙ্কের তথ্য। আগে নোট বাতিলের সময় তা ছিল ১৭.৯৭ লক্ষ কোটি টাকা। অর্থাৎ আগের অঙ্কের ৯৯.১৭ শতাংশ। যা প্রায় সমানই বলা চলে।

সরকার নোট বাতিলের হাজারো কারণ উল্লেখ করেছিল। পাশাপাশি ডিজিটাল পেমেন্টকেও সেইসময়ে উৎসাহ দেওয়া হয়। নোট বাতিলের পর ডিজিটাল পেমেন্ট বা লেনদেন বাড়লেও এখন ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের প্রতি উৎসাহ পড়তে শুরু করেছে। মানুষ আগের মতোই নোট বেশি ব্যবহার করছেন। অর্থাৎ নগদে লেনদেন বেশি করে হচ্ছে।

তবে হঠাৎ করে কেন এত নগদ বাজারে ঘুরছে তা নিয়েও অর্থনীতিবিদেরা সন্দেহপ্রকাশ করেছেন। যদিও দাবি করা হয়েছে ডিজিটাইজেশনের ফলে নোটের ব্যবহার আগের চেয়ে কমে গিয়েছে। তা সত্ত্বেও এত নোট কী করে বাজারে ঘুরছে তা অনেকের বোধগম্য হচ্ছে না।

পাশাপাশি ফের একবার ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতে জোয়ার আসবে কিনা তা নিয়েও বিশেষজ্ঞরা সন্দিহান। কারণ বিশ্বের তাবড় অর্থনীতিতেও নগদ চলে রমরমিয়ে এক্ষেত্রে ভারতের ভবিষ্যৎ কোন পথে গড়াবে তা সময়ই বলবে।

English summary
Where is Black money? Currency in circulation almost like pre demonetisation level
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X