For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Contino ETB-100: মাত্র ছ'পয়সা খরচে পৌঁছে যান গন্তব্যে! সবথেকে সস্তার ইলেকট্রিক সাইকেল নাকি এটাই

যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে প্রত্যেকদিন ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে। তা সে দু'চাকা হোক কিংবা চার চাক। তবে ইলেকট্রিক ভেইক্যালের মধ্যে একটা বড় জায়গা করে নিচ্ছে ইলেকট্রিক সাইকেলও (Electric Cycle)।

  • |
Google Oneindia Bengali News

যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে প্রত্যেকদিন ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে। তা সে দু'চাকা হোক কিংবা চার চাক। তবে ইলেকট্রিক ভেইক্যালের মধ্যে একটা বড় জায়গা করে নিচ্ছে ইলেকট্রিক সাইকেলও (Electric Cycle)।

অনেকেই আধুনিক ইলেকট্রিক সাইকেলের উপর জোর দিচ্ছেন। যদিও আপনিও ইলেকট্রিক সাইকেল কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্যে এই প্রতিবেদন। Tata International Limited এর সাহায্যপ্রাপ্ত সংস্থা Stryder ক্রেতাদের জন্যে দুটি অসাধারণ মডেলের সাইকেল নিয়ে এসেছে।

যদি প্রত্যেকদিন সাইকেলের মাধ্যমে ২০ থেকে ২৫ কিমি যেতে হয় তাহলে সংস্থার আনা এই দুটি ইলেকট্রিক সাইকেল দ্য বেস্ট। Stryder তাঁদের তৈরি দুটি ইলেকট্রিক সাইকেলে যাত্রী স্বাছন্দ্যকে মাথায় রেখে তৈরি করেছে।

শুধু তাই নয়, অসাধারণ ফিচার্সের ব্যবহার করা হয়েছে। সংস্থা তাঁদের তৈরি প্রথম সাইকেলের নামটি দিয়েছে Contino ETB-100 এবং দ্বিতীয় সাইকেলটির নাম দেওয়া হয়েছে का voltic 17. Contino ETB-100 সাইকেলটি মূলত যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

Stryder voltic 17 সাইকেলের মধ্যে বৈশিষ্ট কি?

Stryder voltic 17 সাইকেলের মধ্যে বৈশিষ্ট কি?

Stryder voltic 17 টাটা ইন্টারন্যাশানাল লিমিটেড এবং Stryder যৌথ ভাবে এই সাইকেলটি তৈরি করেছে। এই ইলেকট্রিক সাইকেলের দাম রাখা হয়েছে মাত্র 29,995 টাকা। High Speed Electric Cycle এর বেশ কয়েকট রঙের অপশনও দেওয়া হয়েছে। প্রত্যেকটি রঙ বেশ আকর্ষণ করবে বলেই দাবি সংস্থার। যে কোনও ধরনের ইলেকট্রিক স্কুটারকে সহজেই পিছনে ফেলে দিতে পারে এই সাইকেল। কারণ এতে আধুনিক ফিরচার একদিকে যেমন রয়েছে অন্যদিকে শক্তিশালী মোটরের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক লিথিয়াম আয়ণ ব্যাটারির ব্যবহার করা হয়েছে।

তিন ঘন্টাতেই ফুল চার্জ

তিন ঘন্টাতেই ফুল চার্জ

এই সাইকেলের ব্যাটারি চার্জ দিতে মাত্র তিন ঘন্টা সময় লাগে। আর তাতেই ফুল চার্জ হয়ে যায়। একবার ফুল চার্জ হয়ে গেলে এই সাইকেল আরাম করে ২৫ থেকে ৩০ কিমি পর্যন্ত ছুটতে পারবে। সংস্থার দাবি এই সাইকেলের খরচ একেবারে কম। Low Budget Electric Cycle হিসাবেই দাব সংস্থার। এই সাইকেলের টোপ স্পিডও অসাধারণ। 25kmph গতিতে ছুটবে এই সাইকেল। পাশাপাশি এই সাইকেলের উপর সংস্থা আগামী ২ বছরের গ্যারিন্টি পিরজন্ত দেবে সংস্থা।

Contino ETB 100 সাইকেলে অ্যাডভান্স ফিচার কি রয়েছে?

Contino ETB 100 সাইকেলে অ্যাডভান্স ফিচার কি রয়েছে?

Contino ETB 100 সাইকেলটি দেশের সবথেকে economical bicycle এর তালিকাতে রাখা হয়েছে। Chargable Cycles সংস্থার দাবি , এই সাইকেল আগামী গেল চেঞ্জার হয়ে উঠবে। এই সাইকেলে প্রতি কিলোমিটার যেতে মাত্র ৬ পয়সা খরচ হবে। চার্জিংয়ের বিষয়েও এই সাইকেল প্রতিযোগিতার বাজারে অনেককে পিছনে ফেলে দেবে বলে দাবি সংস্থার। সংস্থা বলছে এই সাইকেল একবার চার্জ দিলে ৬০ কিমি পর্যন্ত ছুটতে পারে। এই সাইকেলে রয়েছে স্মার্ট সেফটি ফিচার। এই সাইকেলে রয়েছে সাতটি স্পিড এবং ৩টি রাইড মোড। যেমন রয়েছে ইলেকট্রিক, হাইব্রিড এবং প্যাডেল। এই সাইকেল দেশের প্রত্যেক নাগরিক কিনতে পারবে বলে দাবি সংস্থার। সংস্থা এই সাইকেলের দাম রেখেছে মাত্র 37,999 টাকা। এই সাইকেলের ক্ষেত্রেও বেশ কয়েকট কালার অপশন রাখা হয়েছে সংস্থার তরফে।

English summary
Contino ETB-100 and voltic 17: Know the details of price and features
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X