ফের রান্নার LPG-র মূল্যবৃদ্ধি! একধাক্কায় এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি ১০০ টাকার বেশি, রবিবার থেকেই কার্যকর
ফের রান্নার এলপিজির মূল্যবৃদ্ধি। প্রথমবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আঁচ পড়েছিল ১ মার্চ। এবার ১ মে। এলপিজি (lpg) গ্রাহকদের বোঝা একশো টাকার বেশি বাড়িয়ে দিয়েছে মোদী সরকার (Narendra Modi Govt)। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির (oil marketing companies) তরফে শনিবার গভীর রাত থেকেউই এলপিজির দাম বাড়ানোর (increase) ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে ফের একবার কোপ বাণিজ্যিক (commercial) গ্রাহকদের (consumer) ওপরে। সিলিন্ডার (cylinder) পিছু ১০৩.৫০ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতায় (Kolkata)।

ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
শনিবার গভীর রাত থেকে সারা দেশে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে এই দাম বৃদ্ধি ১০৩.৫০ টাকা। ১ মে থেকে ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২৪৫৫ টাকা। গত মাসে অর্থাৎ ১ এপ্রিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ২৫০ টাকা করে। ওই দাম বৃদ্ধির পরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২২৫৩ টাকা। ঠিক একবছর আগে ১ মে ২০২১-এ কলকাতায় ১৯ কেডির বাণিজ্যিক এলপিডি সিলিন্ডারের দাম ছিল ১৬৬৭.৫০ টাকা।

গার্হস্থ এলপিজির দাম বাড়েনি
এই দফায় গার্হস্থ এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি। ১ মার্চ গার্হস্থ সিলিন্ডারের দাম সংশোধন করা হয়েছিল শেষবার। সেই সময় সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৫০ টাকা করে বৃদ্ধি হয়েছিল। এই মুহূর্তে কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের মূল্য ৯৭৬ টাকা।

দাম বাড়েনি পেট্রোল ও ডিজেলের
তবে আপাতত দাম বৃদ্ধি হয়নি পেট্রোল ও ডিজেলের। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণ দেখিয়ে পরপর কয়েকটি পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি করা হয়েছিল। ২২ মার্চ থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে। সেই সময় বলা হয়েছিল আন্তর্জাতিক বাডারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই এই বৃদ্ধি। তবে আপাতত তা স্থগিতই রয়েছে। এর আগে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস-সহ বিরোধীরা প্রতিবাদ জানিয়েছিল।

প্রতিমাসেই নতুন মূল্য নির্ধারণ
সাধারণভাবে প্রতি মাসের ১ তারিখে এপিজির দাম সংশোধন করে থাকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। ৫ রাজ্যে নির্বাচনের প্রস্তুতি শুরুর কিছু আগে থেকে সব ধরণের জ্বালানির মূল্যবৃদ্ধি স্থগিত ছিল। পরে মার্চ থেকে মূল্যবৃদ্ধি শুরু হয়। তবে এদিন বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কারণে রেস্টুরেন্ট মালিক ও চা বিক্রেতাদের দুর্গতি যে বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে গিয়ে মূল্য দেখে নিতে পারেন।
https://cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice