নতুন বছরের শুরুতেই বোঝা কমাল মোদী সরকার, মধ্যরাত থেকে কমল রান্নার গ্যাসের দাম
নতুন বছরের শুরুতেই সুখবর। এলপিজি (lpg) গ্রাহকদের বোঝা কমাল মোদী সরকার। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি (oil marketing companies) মধ্যরাত থেকে এলপিজির দাম কমানোর (decrease) ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে সুবিধা পাবেন বাণিজ্যিক (commercial) গ্রাহকরা (consumer)। সিলিন্ডার (cylinder) পিছু ১০২.৫০ টকা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিভিন্ন শহরে বিভিন্ন দাম
এদিনের মূল্যহ্রাসের পরে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৯৯৮ টাকা। যা ছিল ২১০১ টাকা। কলকাতায় দাম ২০৭৭ টাকা এবং মুম্বইয়ে ১৯৫১ টাকা।

রেস্টুরেন্ট মালিক ও চা বিক্রেতাদের স্বস্তি
এদিন এলপিজির দাম কমায় স্বস্তি পেয়েছেন রেস্টুরেন্ট মালিক, খাবারের দোকান এবং চা বিক্রেতারা। এঁরাও এই বাণিজ্যিক সিলিন্ডারের সব থেকে বড় ব্যবহারকারী।

গত ডিসেম্বরেই দাম বেড়েছিল
- গতমাস অর্থাৎ ১ ডিসেম্বর বাণিজ্যিক সিলিন্ডার দাম বেড়েছিল ১০০ টাকা করে। যার জেরে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার দাম গিয়ে দাঁড়িয়েছিল ২১০১ টাকা। ২০১২-১৩ সালে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য গিয়ে দাঁড়িয়েছিল ২২০০ টাকা। তারপরে গতমাসের বৃদ্ধি ছিল দ্বিতীয় সর্বোচ্চ বৃদ্ধি।
- গত নভেম্বরেও বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হয়েছিল। সেই সময় ১৯ কেজির সিলিন্ডার পিছু বৃদ্ধি হয়েছিল ২৬৬ টাকা করে।
- গত ১ অক্টোবরে ১৯ কেজির সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হয়েছিল ৪৩ টাকা। এরপর ৬ অক্টোবর তা ২.৫০ টাকা কমানো হয়।
- ১ সেপ্টেম্বর ১৯ কেজির সিলিন্ডারের মূল্যবৃদ্ধি হয়েছিল ৭৫ টাকা।

সাধারণ এলপিজি সিলিন্ডারের দাম কমেনি
বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য কমলেও সাধারণ সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কমেনি। এছাড়াও ১০ এবং ৫ কেজির কম্পোজিট সিলিন্ডারের দাম একই রয়েছে। সেক্ষেত্রে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের মূল্য ৮৯৯.৫০ টাকা এবং চেন্নাইয়ে তা ৯১৫.৫০ টাকা এবং কলকাতায় ৯২৬ টাকা।

প্রতিমাসেই নতুন মূল্য নির্ধারণ
এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে প্রতিমাসের শুরুর দিনে, সেই মাসের জন্য মূল্য ঠিক করে দেওয়া হয়। সাধারণ মানুষ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে গিয়ে মূল্য দেখে নিতে পারেন।
https://cx.indianoil.in/webcenter/portal/Customer/pages_productprice