For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠাণ্ডা পানীয়ের বোতলে এবার অ্যালকোহল! চমকে দেওয়া পদক্ষেপ কোকোকোলার

কোকোকোলার ১৩২ বছরের ইতিহাসে ছেদ পড়তে চলেছে। ঠাণ্ডা পানীয়ের বোতলে এবার বাজারে আসতে চলেছে অ্যালকোহল। মার্কিন এই কোম্পানি জাপানে আনতে চলেছে প্রথম অ্যালকোপপ।

  • |
Google Oneindia Bengali News

কোকোকোলার ১৩২ বছরের ইতিহাসে ছেদ পড়তে চলেছে। ঠাণ্ডা পানীয়ের বোতলে এবার বাজারে আসতে চলেছে অ্যালকোহল। মার্কিন এই কোম্পানি জাপানে আনতে চলেছে প্রথম অ্যালকোপপ।

ঠাণ্ডা পানীয়ের বোতলে এবার অ্যালকোহল! চমকে দেওয়া পদক্ষেপ কোকোকোলার

বিশ্বের বৃহত্তম এই নরম পানীয়ের কোম্পানিটি তৈরি করবে চু-হি। ক্যান বন্দি এই পানীয়ে থাকবে স্থানীয় মদ সোচু।

জনপ্রিয় এই ঠাণ্ডা পানীয়ের কোম্পানিটির আশা, জাপানে চু-হি অ্যালকোপপও জনপ্রিয় হবে।

জাপানে চু-হি একরকমের কড়া পানীয়। বোতল বন্দি চু-হিতে ৩ থেকে ৮ শতাংশ অ্যালকোহল থাকে। খাঁটি মদ না বললেও, বিয়ার গোত্রের মধ্যেই পড়ে সেটি। জাপানের যুব সম্প্রদায়ের মধ্যে সেটি যথেষ্ট জনপ্রিয়। শ-খানেকের ওপর স্বাদের চু-হি সেখানে পাওয়া যায়। মোট পানীয়ের বাজারের ২৫ শতাংশ এই চু-হির দখলে।

কোকোকোলা জাপানের প্রেসিডেন্ট জর্জ গার্ডুনো বলেছেন, এর আগে তারা কোনও স্বল্প অ্যালকোহলের প্রোডাক্ট তৈরি করেননি। কিন্তু নিজেদের নির্দিষ্ট গণ্ডীর বাইরে গিয়েও যে তারা সফল, তা তাঁরা দেখাতে চান। তিনি জানিয়েছেন, বিশেষ গুণের কারণে আপাতত শুধুমাত্র জাপানেই এই অ্যালকোহোলিক ড্রিঙ্ক বিক্রি করা হবে।

স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে বিশ্বব্যাপী গতানুগতিক ঠাণ্ডা পানীয়ের বিক্রি কমছে। সেই প্রভাব পড়েছে কোকোকোলাতেও। ব্যবসায় ঘাটতি কমাতে জল, কফি, চা-এর দিকেও ঝুঁকেছে তারা।

ব্রিটেনে এই বছরেই তিনটি নতুন পানীয়ের বিক্রি শুরু করতে চলেছে কোকোকোলা। যার মধ্যে রয়েছে আইস টি ড্রিঙ্ক ফুজেটি, রেডি টু ড্রিঙ্ক কোল্ড কফি অনেস্ট কফি, ডেয়ারি ফ্রি স্মুদিস ব্র্যান্ড এডিজেড।

English summary
Coca Cola to plans to launch its first alcoholic drink in Japan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X