পরপর ২১ দিনে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম! কলকাতায় ডিজেলে প্রায় ১০ টাকা বৃদ্ধি
পর পর দুই শনিবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এনিয়ে একটানা ২১ দিন। দিল্লিতে এদিন পেট্রোলের মূল্য লিটারে ২৫ পয়সা এবং ডিজেলে ২১ পয়সা বৃদ্ধি পেয়েছে। একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর পরপর ২১ দিন বৃদ্ধি হল দেশের জ্বালানির দামে। এই ২১ দিনে কলকাতায় ডিজেলে প্রায় ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।
উত্তরবঙ্গে অতিবৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি. একনজরে

দিল্লিতে দাম বৃদ্ধি
শনিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার পিছু ২৫ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০.৩৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু ২১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০.৪০ টাকা।

৭ জুন থেকে টানা দাম বৃদ্ধি
একটানা ৮২ দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি ৭ জুন থেকে বাড়িয়ে চলেছে তেলের দাম। এখনও পর্যন্ত এই ২১ দিনে কলকাতায় পেট্রোল ও ডিজেলে যথাক্রমে ৯.৯০ টাকা ও ৮.৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কলকাতায় এদিন ডিজেল ও পেট্রোলে লিটার পিছু বেড়েছে যথাক্রমে ১৮ ও ২৩ পয়সা।

দেশের অন্য মেট্রো শহরে জ্বালানির মূল্য
মুম্বইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে যথাক্রমে লিটার পিছু ৮৬.৯১ ও ৭৮.৫১ টাকা। চেন্নাইতে ৮৩.৩৭ ও ৭৭.৪৪ টাকা। কলকাতায় ৮২.০৫ ও ৭৫.৫২ টাকা।