For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Changes From 1st February: ১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপর

Changes From 1st February: ১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্কিং পরিষেবায় বড় পরিবর্তন! সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপর

  • |
Google Oneindia Bengali News

পয়লা ফেব্রুয়ারি ( 1 February) থেকে বিভিন্ন ব্যাঙ্কের পরিষেবায় পরিবর্তন (change) হয়েছে। একদিকে এদিন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশের পরে তা যেমন দেশের অর্থনীতিতে পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে, ঠিক তেমনই ব্যাঙ্কের (bank) পরিষেবার পরিবর্তনেও সাধারণ মানুষের পকেটের ওপরেও প্রভাব ফেলবে।

 এসবিআই-এ পরিবর্তন

এসবিআই-এ পরিবর্তন

দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এ এদিন থেকে টাকা ট্রান্সফারের নিয়মে বদল হয়েছে। এগিন থেকে আইএমপিএস-এর মাধ্যমে ২ থেকে ৫ লক্ষ টাকা পাঠাতে ২০ টাকা এবং জিএসটি নেবে। সরাসরি বলতে গেলে টাকা ট্রাল্সফারের খরচ বাড়ল। এব্যাপারে উল্লেখ করা যেতে পারে ২০২১-এর অক্টোবর থেকে রিজার্ভ ব্যাঙ্ক আইএমপিএস-এর মাধ্য টাকা ট্রান্সফারের সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে।

ব্যাঙ্ক অফ বরোদায় পরিবর্তন

ব্যাঙ্ক অফ বরোদায় পরিবর্তন

এদিন থেকে ব্যাঙ্ক অফ বরোদায় চেক ক্লিয়ারেন্স নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন থেকে গ্রাহকদের চেক পেমেন্টের জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। অর্থাৎ এবার থেকে চেক সংক্রান্ত তথ্য পাঠাতে হবে, তবেই চেক ক্লিয়ার করা হবে। তবে এই পরিবর্তন শুধুমাত্র ১০ লক্ষ টাকার ওপরে চেক ক্লিয়ারেন্সের জন্য।

পরিবর্তন পিএনবিতেও

পরিবর্তন পিএনবিতেও

পঞ্ডাব ন্যাশনাল ব্যাঙ্কে যেসব নিয়মে পরিবর্তন হয়েছে, তাতে গ্রাহকের পকেটের ওপরে প্রভাব পড়বে। যদি অ্যাকাউন্টে অর্থের অভাব থাকে, যার জন্য যদি কোনও বিনিয়োগ ব্যর্থ হয়, সেক্ষেত্রে জরিমান দিতে হবে ২৫০ টাকা। আগে এই জরিমান ছিল ১০০ টাকা। অর্থাৎ এদিন থেকে জরিমানার জন্য বেশি অর্থ দিতে হবে।

সংসদে বাজেট পেশ নির্মলা সীতারমনের

সংসদে বাজেট পেশ নির্মলা সীতারমনের

সংসদে বাজেট পেশ করতে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন সকালে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন হয়ে তিনি সংসদ ভবনে গিয়েছেন। সেখানে মন্ত্রিসভার বৈঠকেও তিনি অংশ নেন। এদিনের বাজেটে প্রত্যক্ষ ও পরোক্ষ করে (ব্যক্তিগত আয়কর) পরিবর্তন আনতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। করোনা কালে অর্থনীতিকে চাঙ্গা করতে এই বাজেট খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক সমীক্ষায় অনুমান করা হয়েছে, অর্থনীতি করোনা কালের আগের সময়ে ফিরে যেতে চলেছে। ৫ রাজ্যে বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখেই এই বাজেটে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পুারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

English summary
Changes From 1 February in Different Banking rules that have big impact on common people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X