For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিএফ-এর বিনিয়োগেও দিতে হবে কর! চালু হতে পারে পয়লা এপ্রিল থেকে

পিএফ-এর বিনিয়োগেও কর লাগু! চালু হতে পারে পয়লা এপ্রিল থেকে

  • |
Google Oneindia Bengali News

ইপিএফ অর্থাৎ কর্মচারী ভবিষ্যনিধি তহবিলে (EPF) টাকা জমানোয় করের (Tax) পরিকল্পনা করছে মোদী সরকার। এমনই সংবাদ প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। সেক্ষেত্রে বছরে ২.৫০ লক্ষ টাকার ওপরে জমা করলে তা করের আওতায় আসতে পারে। সরকারি কর্মীদের জন্য পিএফ-এ জমানোর সীমা ৫ লক্ষ টাকা। নতুন আয়কর নিয়মের অধীনে পিএফ অ্যাকাউন্টগুলিকে দুভাগে ভাগ করা হতে পারে। একটি হবে করযোগ্য এবং অপরটি হবে করহীন অ্যাকাউন্ট। ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকরী করা হতে পারে।

৪০ বছরে সুদের হার সব থেকে কম

৪০ বছরে সুদের হার সব থেকে কম

এমন একটা সময়ে এই আলোচনা করা হচ্ছে, যে সময় ইপিএফ-এর সুদের হার ২০২১-২২ সালের জন্য এখনও পর্যন্ত সব থেকে কম। সরকারি নথিতেই এই সুদের হার ৪০ বছরে সব থেকে কম। ১৯৭৭-৭৮ সালে সুদের হার ছিল ৮%। তবে এরপরে সুদের হার বাড়ানো হয়েছিল। ইপিএফ-এ সুদের হার নির্ধারণ করে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস।

নতুন আয়কর আইন

নতুন আয়কর আইন

নতুন আয়কর আইে পিএফ অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এর মধ্যে আড়াই লক্ষের ওপরে হলেই তা করযোগ্য হয়ে যাবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে এই সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ কোনও সরকারি কর্মী যদি পিএফ-এ ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর ক্ষেত্রে ১ লক্ষ টাকা করযোগ্য হবে।
সিবিডিটির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে আড়াইলক্ষের ওপরে যাঁরা পিএফ বিনিয়োগ করবেন, তাঁদের জন্য আয়করবিধি ১৯৬২-এর অধীনে নতুন ৯ডি ধারা যুক্ত করা হয়েছে।

কল্যাণমূলক প্রকল্প থেকে বিরত রাখার চেষ্টা

কল্যাণমূলক প্রকল্প থেকে বিরত রাখার চেষ্টা

নতুন নিয়ম চালু করে সরকার উচ্চ আয়ের লোকেদের সরকারি কল্যাণমূলক প্রকল্প থেকে দূরে রাখার চেষ্টা করছে। এর আগে সরকার বলেছিল নতুন এই পদক্ষেপ করদাতাদের মধ্যেকার ১ শতাংশের কম সংখ্যকের ওপরে লাগু হবে।

 নতুন আর্থিক বছর থেকে চালু হতে পারে নতুন নিয়ম

নতুন আর্থিক বছর থেকে চালু হতে পারে নতুন নিয়ম

নতুন আর্থিক বছর অর্থাৎ ১ এপ্রিল, ২০২২ থেকে নতুন এই নিয়ম চালু হতে পারে। তবে এক্ষেত্রে ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত যেসব বিনিয়োগ পিএফ-এ হয়েছে, তার ওপরে কোনও প্রভাব পড়বে না।

 বেসরকারি ক্ষেত্রে পিএফ

বেসরকারি ক্ষেত্রে পিএফ

সাধারণভাবে বেসরকারি ক্ষেত্রে নিয়োগকর্তারা প্রতিমাসে ইপিএফ-এর অংশ হিসেবে মূল বেতনের ১২ শতাংশ টাকা কেটে নেয়। এরপর সেই টাকাই যোগ করে ইপিএফওতে জমা দেয়। বেসরকারি কোনও সংস্যায় কর্মী সংখ্যা ২০ জনের বেশি হলে এবং কারও বেতন ১৫ হাজারের বেশি হলে, তাঁর ইপিএফ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

জেনে নিন কীভাবে ডিলিট করবেন আপনার গুগল সার্চ হিস্ট্রিজেনে নিন কীভাবে ডিলিট করবেন আপনার গুগল সার্চ হিস্ট্রি

English summary
Centre has planned to tax EPF contributions exceeding Rs 2.5 lakhs yearly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X