For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাই অর্থনীতিতে গতি! নতুন সিদ্ধান্ত মোদী সরকারের

মিশিয়ে দেওয়া হবে দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। তিনটি ব্যাঙ্ককে মিশিয়ে দিলে তা দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হবে।

  • |
Google Oneindia Bengali News

মিশিয়ে দেওয়া হবে দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। তিনটি ব্যাঙ্ককে মিশিয়ে দিলে তা দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হবে। এমনটাই জানিয়েছেন ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেসের সেক্রেটারি রাজীব কুমার।

চাই অর্থনীতিতে গতি! নতুন সিদ্ধান্ত মোদী সরকারের

তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণে ব্যাঙ্কিং শিল্পে প্রতিযোগিতার বাজার তৈরি করবে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণে তাদের ধার দেওয়ার ক্ষমতাও বাড়বে বলে জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানিয়েছেন, ব্যাঙ্কগুলির ধার দেওয়ার প্রক্রিয়ায় দুর্বলতা তৈরি হয়েছে। যা দেশে বাণিজ্যেও আঘাত করেছে। এছাড়াও, অনেক ব্যাঙ্কই অতিরিক্ত ঋণ দেওয়ায় এবং তাদের অকর্মক্ষম সম্পদ বেড়ে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই সংযুক্তিকরণে ব্যাঙ্কগুলির কাজও বাড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে এই সংযুক্তিকরণে কর্মীদের ওপর কোনও প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

ব্যাঙ্কগুলি বোর্ড মিটিং করে এবিষয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা তৈরি করবে। ফিনান্সিয়াল সার্ভিসেস সেক্রেটারি রাজীব কুমার বলেছেন, তিনটি ব্যাঙ্কের বোর্ড এই সংযুক্তিকরণ নিয়ে আলোচনা করবে। তাঁর দাবি, সংযুক্তিকরণে তৈরি ব্যাঙ্কের কার্যক্ষমতা অনেকটাই বাড়বে। গ্রাহক পরিষেবাও উন্নত হবে।

English summary
Centre announces merger of Dena Bank, Vijaya Bank, Bank of Baroda to make third largest bank of the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X