প্রভিডেন্ট ফান্ডে সুদের হার নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের
জিপিএফ-এ সুদের হার কমাল নরেন্দ্র মোদী সরকার। বিভিন্ন ক্ষেত্রে সুদের হার কমায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য ৭.৯ শতাংশ সুদ দেওয়া হবে। আগের ত্রৈমাসিকে এই সুদের হার ছিল ৮ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মী, রেল এবং প্রতিরক্ষায় কর্মরতদের জন্য সুদের এই হার প্রযোজ্য হবে।

জিপিএফ-এ সুদের হার
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং একই রকমের যেসব প্রকল্প রয়েছে, সেগুলির জন্য জুলাই থেকে সেপ্টেম্বর ২০১৯-এর ত্রৈমাসিকে সুদের হার ধার্য করা হয়েছে ৭.৯ শতাংশ।

সরকারি নির্দেশিকা কার্যকর যেসব প্রকল্পে
জেনারেল প্রভিডেন্ট ফান্ড ছাড়াও অন্য যেসব প্রভিডেন্ট ফাণ্ডে এই নির্দেশিকা কার্যকর হবে সেগুলি হল, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড ( ডিফেন্স সার্ভিসেস), ইন্ডিয়ান অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরিস
ওয়ার্কমেনস প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কমেনস প্রভিডেন্ট ফান্ড, ডিফেন্স সার্ভিসেস অফিসার্স প্রভিডেন্ট ফান্ড এবং আর্মড ফোর্সেস পার্সোনেল প্রভিডেন্ট ফান্ড।
এর আগে সরকার অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে সুদের হার বাড়িয়েছিল। তারপর থেকে সুদের হার অপরিবর্তিত ছিল।

পিপিএফ-এ সুদের হার
সরকারের তরফে এর আগে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম-এ সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছিল। পিপিএফ-এ জুলাই থেকে সেপ্টেম্বরে সুদের হার করা হয়েছিল ৭.৯ শতাংশ।