For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক পিএনবি কর্তা সিবিআই জালে, বাড়ছে গ্রেফতারির সংখ্যা

সিবিআই পিএনবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করল ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার পদমর্যাদার আধিকারিক রাজেশ জিন্দালকে।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই পিএনবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করল ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার পদমর্যাদার আধিকারিক রাজেশ জিন্দালকে। সিবিআইয়ের দাবি রাজেশের সঙ্গে পিএনবির ১১, ৩০০ কোটি টাকার কেলেঙ্কারিতে রাজেশ সরাসরি জড়িত রয়েছেন।

আরও এক পিএনবি কর্তা সিবিআই জালে, বাড়ছে গ্রেফতারির সংখ্যা

নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি ব্যাঙ্ক থেকে অবৈধভাবে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং হাতানোর যে ঘটনা ঘটিয়েছেন তাতে ব্যাঙ্কের অনেক কর্মী জড়িত ছিলেন। সিবিআই মনে করছে, রাজেশ তাদের মধ্যে একজন।

২০০৯-২০১১ সালের মধ্যে পিএবি-র মুম্বইয়ের ব্র্যাডি হাউস শাখার প্রধান ছিলেন রাজেশ জিন্দাল। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।

অভিযোগ করা হয়েছে, যে লেটার অব আন্ডারস্ট্যান্ডিং ইস্যু করা নিয়ে এত আলোচনা হচ্ছে, তা রাজেশ ব্র্যাডি শাখার প্রধান থাকাকালীনই ঘটেছে। তদন্তে নেমে তা জানতে পেরেই রাজেশকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে নয়াদিল্লিতে পিএনবির মুখ্য কার্যালয়ে জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন রাজেশ জিন্দাল।

English summary
CBI Arrests PNB's GM-rank Officer Rajesh Jindal, who was the head of the Brady House Mumbai, in Nirav Modi scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X