For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ এপ্রিল থেকে এই জিনিসগুলির দাম বাড়তে চলেছে

গাড়ি, মোটরবাইক, স্বাস্থ্য বিমার খরচ আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে। কারণ ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অব ইন্ডিয়া বীমা এজেন্টদের কমিশন বৃদ্ধির সুপারিশে সম্মতি জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ মার্চ : গাড়ি, মোটরবাইক, স্বাস্থ্য বিমার খরচ আগামী ১ এপ্রিল থেকে বাড়তে চলেছে। কারণ ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অব ইন্ডিয়া বীমা এজেন্টদের কমিশন বৃদ্ধির সুপারিশে সম্মতি জানিয়েছে।

কোন কারণে Budget 2017 বাকী সবকটির থেকে আলাদা? জেনে নিন

Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে

এর ফলে প্রিমিয়ামে বর্তমান মূল্যের চেয়ে কমবেশি ৫ শতাংশ বৃদ্ধি হতে চলেছে। এর ফলে থার্ড পার্টি মোটর ইনস্যুরেন্স মূল্যের সঙ্গে এই বর্ধিত দাম যোগ হবে। এবং ১ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

১ এপ্রিল থেকে এই জিনিসগুলির দাম বাড়তে চলেছে

২০১৬ সালে এই সংক্রান্ত আইন যার পোশাকি নাম 'পেমেন্ট অব কমিশন অর রেম্যুনারেশন অর রিওয়ার্ড টু ইনস্যুরেন্স এজেন্টস অ্যান্ড ইনস্যুরেন্স ইন্টারমেডিয়ারিজ' পাশ হয়। এবছর অর্থাৎ ২০১৭ সালের ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে।

ভারতের সাধারণ বাজেটের ইতিহাস জানেন কি? চোখ বুলিয়ে নিন একঝলকে

বাজেট ২০১৭ : সবচেয়ে গুরুত্বপূর্ণ ৯ টি ঘোষণা একনজরে

এর পাশাপাশি বাজেটে যে সমস্ত জিনিসের দাম এই আর্থিক বছর থেকে বাড়বে অথবা কমবে বলে বলা হয়েছিল সেগুলি নিচে জানানো হল।

যে জিনিসের দাম কমছে

সিএনজি গ্যাস, সোলার পাওয়ারের উপকরণ, রেলের ই টিকিট, পিওএস মেশিন, ফিঙ্গার প্রিন্ট রিডার, চামড়ার জিনিসপত্র, সোলার প্যানেল, প্রাকৃতিক গ্যাস, বায়ো গ্যাস, নায়লন, নিকেল।

যে জিনিসের দাম বাড়ছে

সিগারেট, পান মশলা, তামাকজাত দ্রব্য, মোবাইল, অ্যালুমিনিয়াম উৎপাদন, এলইডি বাল্ব, হার্ডওয়্যার, সিলভার ফয়েল, স্টিলের জিনিসপত্র, শুকনো খাবার, রুপোর গয়না।

English summary
Car, motorcycle and health insurance to cost more from April 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X