For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে কনফার্ম টিকিট বাতিল করার আগে জেনে নিন IRCTC-র নিয়ম, তাতে টাকা বাঁচবে

ট্রেনে কনফার্ম টিকিট বাতিল করার আগে জেনে নিন IRCTC-র নিয়ম, তাতে টাকা বাঁচবে

  • |
Google Oneindia Bengali News

যদি কোনও যাত্রী ট্রেনে (indian rasilways) রিজার্ভেশন (reservation) করে থাকেন এবং কোনও কারণে সেই রিজার্ভেশন বাতিল করতে চান, তাহলে এই খবর গুরুত্বপূর্ণ। টিকিট বাতিল করার আগে যদি রেলের নিয়মগুলো জানেন তাহলে অর্থও সাশ্রয় হয়। পরিষ্কার করে বলতে গেলে টিকিট বাতিল করার আগে সময়ের হিসেব করাটাই খুব জরুরি।

৩০ মিনিটের বেশি বাকি থাকলেই সুবিধা

৩০ মিনিটের বেশি বাকি থাকলেই সুবিধা

ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও যদি বুক করা টিকিট বাতিল করেন কোনও যাত্রী তাহলেও সেই যাত্রী টিকিটের মূল্যের কিছুটা ফেরত পারবেন। কিন্তু যদি ৩০ মিনিটের কম সময় বাকি থাকে, তাহলে কোনও টাকাই ফেরত পাবেন না।

কখন ও কোথায় ফেরত পাওয়া যাবে

কখন ও কোথায় ফেরত পাওয়া যাবে

টিকিট বাতিলের চার্জ রিজার্ভেশন ক্লাস এবং সময় অনুযায়ী পরিবর্তিত হয়। এইরকম পরিস্থিতিতে নিশ্চিত টিকিট বাতিলের ক্ষেত্রে কত টাকা ফেরত পাবেন সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য erail.in থেকে পাওয়া যেতে পারে। erail.in-এর হোম পেজে একটি রিফান্ড সেকশন রয়েছে, যেখানে রিফান্ড সম্পর্কিত নির্দেশিকা দেওয়া আছে। সেখানে গিয়ে কোনও যাত্রী সব তথ্য পেতে পারেন।

 সময়ের দিকে খেয়াল রাখতে হবে

সময়ের দিকে খেয়াল রাখতে হবে

রেলের নিয়ম অনুযায়ী, যদি কোনও যাত্রীর কনফার্ম টিকিট থাকে এবং সেই যাত্রী তা বাতিল করতে চান, কিন্তু ট্রেন ছাড়ার ৪ ঘন্টারও কম সময় বাকি রয়েছে, তাহলে সেই যাত্রী রিফান্ড হিসেবে কিছুই পাবেন না। ৪ ঘন্টার বেশি সময় বাকি থাকলে সেই যাত্রী ৫০ শতাংশ পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন। সেই কারণে কোনও যাত্রী যদি টিকিট বাতিল করতে চান তাহলে সময়ের দিকে বিশেষভআবে খেয়াল রাখতে হবে।

যদি কোনও যাত্রীর কনফার্ম টিকিট থাকে এবং ট্রেন ছাড়ার ১২ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করা হয়, তাহলে রেলের তরফে প্রত্যেক যাত্রীর ওপরে টিকিটের মূল্যের ন্যূনতম ২৫ শতাংশ বা বাতিল করার ক্ষেত্রে যাত্রী পিছু ৬০ টাকা করে চার্জ, যেটা বেশি হবে সেটা দিতে হবে।

দ্বিতীয় শ্রেণির টিকিট বাতিলের নিয়ম

দ্বিতীয় শ্রেণির টিকিট বাতিলের নিয়ম

যদি যাত্রীর কনফার্ম টিকিট হয় এবং ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টার আগে টিকিট বাতিল করা হয়, তাহলে তেলের তরফে টিকিটের শ্রেণি অনুযায়ী বিভিন্ন চার্জ নিয়ে থাকে। দ্বিতীয় শ্রেণির টিকিট বাতিল হলে যাত্রী পিছু ৬০ টাকা, দ্বিতীয় শ্রেণির স্লিপারে ১২০ টাকা, এসি-থ্রি-তে ১৮০ টাকা, এসি-টুতে ২০০ টডাকা এবং প্রথম এসি এগজিকিউটিভ ক্লাসে ২৪০ টাকা করে টাকা হয়।

আর যাত্রী যদি স্লিপার ক্লাসে টিকিট সংরক্ষণ করে থাকেন, আর টিকিট যদি ওয়েটিং লিস্ট কিংবা আরএসি থাকে তাহলে সেই যাত্রীকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে টিকিট বাতিল করতে হবে। এক্ষেত্রে টিকিট বাতিলের জন্য রেলওয়ে যাত্রী পিছু ৬০ টাকা করে নিয়ে থাকে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Indian Railways has rules on Cancel of confirm ticket of trains in cluding cancellation charges and refund rules of IRCTC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X