For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেনশনের সঙ্গে রয়েছে বিমার সুবিধা, LIC-র এই পলিসিতে ১৩০২ টাকার প্রিমিয়াম দিন আর পান ২৭.৬০ লক্ষ টাকা

এলআইসি (lic) সময়ে সময়ে গ্রাহকদের জন্য বিভিন্ন পলিসি (policy) নিয়ে আসে, যেখানে কোনও গ্রাহক নিজের পাশাপাশি পরিবারের ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন। জীবন উমঙ্গ (jeevan umang) নামে এলআইসির এমন একটি পলিসি রয়েছে, যেখানে বিনিয়

  • |
Google Oneindia Bengali News

এলআইসি (lic) সময়ে সময়ে গ্রাহকদের জন্য বিভিন্ন পলিসি (policy) নিয়ে আসে, যেখানে কোনও গ্রাহক নিজের পাশাপাশি পরিবারের ভবিষ্যত সুরক্ষিত করতে পারেন। জীবন উমঙ্গ (jeevan umang) নামে এলআইসির এমন একটি পলিসি রয়েছে, যেখানে বিনিয়োগ করলে ভাল লাভ পাওয়া যেতে পারে। এই পলিসি করতে গেলে ২ লক্ষ টাকার বিমা অবশ্যই করতে হবে গ্রাহককে।

এলআইসির জীবন উমঙ্গ পলিসি একটি এনডাওমেন্ট প্ল্যান

এলআইসির জীবন উমঙ্গ পলিসি একটি এনডাওমেন্ট প্ল্যান

এলআইসির জীবন উমঙ্গ পলিসি অন্য পলিসিগুলির থেকে অনেক ক্ষেত্রে আলাদা। ৯০ দিন থেকে ৫৫ বছর বয়সীরা এই পলিসি গ্রহণ করতে পারেন। এটি একটি এনডাওমেন্ট প্ল্যান। এতে লাইফ কভারের পাশাপাশি ম্যাচিওরিটির ওপরে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যায়। ম্যাচিওরিটির পরে প্রতিবছর গ্রাহকের অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ আসবে। অন্যদিকে, যাঁর নামে পলিসি রয়েছে, তাঁর মৃত্যু হলে পরিবারের সদস্য এবং নমিনি বিমার এককালীন অর্থ পাবেন। এই পলিসির অন্য একটি বৈশিষ্ট্য হল ১০০ বছর পর্যন্ত কভারেজ পাওয়া যাবে অর্থাৎ বিমাকারী বিমার আওতায় থাকবেন।

২৭.৬০ লক্ষ টাকা পাবেন

২৭.৬০ লক্ষ টাকা পাবেন

আপনি যদি এই পলিসিতে প্রতি মাসে ১৩০২ টাকা প্রিমিয়াম দেন, তাহলে একবছরে প্রিমিয়ামের পরিমাণ হবে ১৫,২৯৮ টাকা। এইভাবে যদি ৩০ বছর চালানো যায়, তাহলে তার পরিমাণ বেড়ে হয় ৪.৫৮ লক্ষ টাকা। এলআইসির তরফ থেকে বিনিয়োগের ৩১ তম বছর থেকে প্রতিবছর বিনিয়োগকারীকে ৪০ হাজার টাকা করে রিটার্ন দেবে। যদি কোনও গ্রাহক ৩১ বছর থেকে ১০০ বছরের জন্য বার্ষিক ৪০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা রিটার্ন পান, তাহলে সেই গ্রাহক প্রায় ২৭.৬০ লক্ষ টারা পাবেন।

পলিসি গ্রহণকারীর টার্ম রাইডারের সুবিধা

পলিসি গ্রহণকারীর টার্ম রাইডারের সুবিধা

এই পলিসিতে বিনিয়োগকারীর দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা অক্ষমতার ক্ষেত্রে টার্ম রাইডার সুবিধা পাওয়া যায়। এই পলিসিতে বাজারে ঝুঁকির কোনও ভয় নেই। শেয়ার বাজারের ওঠা নামার সঙ্গে এই পলিসির প্রভাবিত হওয়ার সুযোগও নেই। এই পলিসিতে অবশ্য এলআইসির লাভ-ক্ষতির প্রভাব অবশ্যই আছে। আয়কর আইনের ৮০ সি ধারায় পলিসির ওপর করে ছাড় পাওয়া যায়। যদি কেউ জীবন উমঙ্গ পলিসি নিতে চান, তাহলে তাঁকে কমপক্ষে দুলক্ষ টাকার বিমা করতে হবে। তবে এর কোনো ঊর্ধ্বসীমা নেই।

২০২০-র ফেব্রুয়ারিতে চালু হয়েছে

২০২০-র ফেব্রুয়ারিতে চালু হয়েছে

২০২০-র ফেব্রুয়ারিতে এই পলিসি চালু করেছে এলআইসি। এটি একটি পেনশন প্ল্যান। সঙ্গে রয়েছে বিমার সুবিধা। বিমা করার দিন থেকে ১৫, ২০, ২৫ এবং ৩০ বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার সুবিধা রয়েছে।

শিক্ষক দিবসে মাথা নত না করতে আহ্বান শুভেন্দুর, ভুয়ো শিক্ষকের অভিযোগ করে অসুস্থ শিক্ষিকার সঙ্গে সাক্ষাতশিক্ষক দিবসে মাথা নত না করতে আহ্বান শুভেন্দুর, ভুয়ো শিক্ষকের অভিযোগ করে অসুস্থ শিক্ষিকার সঙ্গে সাক্ষাত

English summary
By giving premium of Rs. 1302 every month one can get Rs 27.60 lakhs after maturity in Jeevan Umang policy under LIC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X