For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই নিয়ম না মানলে, ৩০ জুনের পরে গ্রাহকদের পরিষেবা বন্ধ করতে পারে এসবিআই-এইচডিএফসি

৩০ জুনের মধ্যে প্যান (pan) ও আধারের (aadhaar) সংযুক্তি অবশ্যই করতে হবে। না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়বে। দেশের আয়কর আইনের ধারা 139aa-এর ক্লজ 41-এর মাধ্যমে ব্যবস্থা নিতে পারবে ব্যাঙ্কগুলি। এই কাজটি না করল

  • |
Google Oneindia Bengali News

৩০ জুনের মধ্যে প্যান (pan) ও আধারের (aadhaar) সংযুক্তি অবশ্যই করতে হবে। না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়বে। দেশের আয়কর আইনের ধারা 139aa-এর ক্লজ 41-এর মাধ্যমে ব্যবস্থা নিতে পারবে ব্যাঙ্কগুলি। এই কাজটি না করলে কোনও ব্যক্তিকে জরিমানাও করা হতে পারে।

আর্থিক লেনদেনে জরুরি প্যান কার্ড

আর্থিক লেনদেনে জরুরি প্যান কার্ড

প্যান কার্ডের বন্দোবস্ত করে আয়কর বিভাগ। ১০ সংখ্যার আলফা নিউমেরিক নম্বরের মাধ্যমে আয়কর বিভাগ কোনও ব্যক্তি অর্থনৈতিক লেনদেনে নজরদারি করে থাকে। কর ফাঁসি ধরাও পড়ে এই প্যান কার্ড ব্যবহার করলে। কোনও অ্যাকাউন্ট খুলতে গেলে আর ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের আবেদন করতে গেলে প্যান কার্ড জরুরি। যদি কোনও ব্যক্তি একদিনে ৫০ হাজারের বেশি টাকা ব্যাঙ্কে জমা দেন, তাহলে প্যান অবশ্যই লাগে। এছাড়াও ৫০ হাজারের ওপরে মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার বন্ড কিনতে গেলেও প্যান কার্ড লাগে।

 প্যান আধার সংযুক্ত করতেই হবে

প্যান আধার সংযুক্ত করতেই হবে

আয়কর দফতরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ৩০ জুনের মধ্যে যাঁদের প্যান কার্ড রয়েছে, তাঁদের সবারই আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। সেই কারণে ব্যাঙ্কগুলির তরফেও গ্রাহকদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে, নিরন্তর পরিষেবা উপভোগ করতে প্যান কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করতে হবে।

এসবিআই ও এইচডিএফসির নির্দেশিকা

এসবিআই ও এইচডিএফসির নির্দেশিকা

যদি সংযুক্ত না করা হয়, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়বে। ফলে কোনও লেনদেনও করা যাবে না। এসবিআইঃএর তরফে বলা হয়েছে, বিরামহীন পরিষেবা পেতে গেলে আয়কর দফতরের ইফাইলিং পোর্টালে গিয়ে প্যান ও আধার সংযুক্ত করতে হবে। এইচডিএফসিও বিষয়টি এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে।

আয়কর আইনে নতুন ধারায় জরিমানার সংস্থান

আয়কর আইনে নতুন ধারায় জরিমানার সংস্থান

এবারের বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর আইনে 234H ধারা যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে কোনও ব্যক্তি যদি প্যান ও আধার ওই সময়ের মধ্যে সংযুক্ত না করেন, তাহলে তাঁকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। সেই জরিমানা হতে পারে হতে পারে এক হাজার টাকার মতো।

তৃণমূলের ৫-এর পাল্টা বিজেপির ৫০, পুনর্গণনার দাবিতে আদালতে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ, ইঙ্গিত দিলীপেরতৃণমূলের ৫-এর পাল্টা বিজেপির ৫০, পুনর্গণনার দাবিতে আদালতে যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ, ইঙ্গিত দিলীপের

English summary
By end of June SBI, HDFC services can be affected if PAN and Aadhaar is not linked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X