For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: পরাধীন ভারতে বাজেট শুরু রবি ঠাকুরের জন্মের আগে! একনজরে বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • |
Google Oneindia Bengali News

পয়লা ফেব্রুয়ারি নিজের পঞ্চম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভারতের বাজেটের সঙ্গে বেশ কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

 প্রথম বাজেট পেশে ১৯৬০ সালে

প্রথম বাজেট পেশে ১৯৬০ সালে

পরাধীন ভারতে প্রথম বাজেট পেশ করা হয়েছিল ১৯৬০ সালের ৭ এপ্রিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন ব্রিটিশ রাজ দরবারে এই বাজেট পেশ করেছিলেন। সেক্ষেত্রে ভারতের বাজেটের ইতিহাস রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মেরও আগে।

স্বাধীন ভারতে প্রথম বাজেট

স্বাধীন ভারতে প্রথম বাজেট

ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম বাজেট পেশ করা হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর, পাজেট পেশ করেছিলেন আর কে সম্মুগম শেট্টি।

যিনি সব থেকে বেশি বাজেট পেশ করেছেন

যিনি সব থেকে বেশি বাজেট পেশ করেছেন

স্বাধীন ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। তিনি ১০ টি কেন্দ্রীয় বাজেট পেশে করেছিলেন। প্রসঙ্গত তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ

প্রধানমন্ত্রী হিসেবে বাজেট পেশ

প্রধানমন্ত্রী দায়িত্ব সামলানোর পাশাপাশি কোনও না কোনও সময় অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনজন। তাঁরা হলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী।

শব্দ সংখ্যায় দীর্ঘতম বাজেট

শব্দ সংখ্যায় দীর্ঘতম বাজেট

এখনও পর্যন্ত শব্দ সংখ্যায় দীর্ঘতম বাজেট পেশ করেছেন মনমোহন সিং, ১৯৯১ সালে। ওই বছরেই তিনি ভারতকে মুক্ত বাজার অর্থনীতি সামনে আনেন। তবে দীর্ঘতম বাজেট বক্তৃতা করেছেন নির্মলা সীতারমন, ২০২০-২১ সালে। ২ ঘন্টা ৪২ মিনিট সময় নিয়েছিলেন তিনি।

বাজেট পেশের সময় পরিবর্তন করেছিলেন যশবন্ত সিং

বাজেট পেশের সময় পরিবর্তন করেছিলেন যশবন্ত সিং

দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ফেব্রুয়ারির মাসের শেষ দিন বিকেল ৫ টায় কেন্দ্রীয় বাজেট পেশ করার রীতি ছিল। তবে অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ২০০০ সালে বাজেটের সময় পরিবর্তন করে বেলা ১১ টা করেন। সেই বছরের বাজেটকে মিলেনিয়াম বাজেটও বলা হয়। সেই বাজেটে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের বৃদ্ধির জন্য রোড ম্যাপ দেওয়া হয়েছিল।

একসঙ্গে সাধারণ ও রেল বাজেট

একসঙ্গে সাধারণ ও রেল বাজেট

পরাধীন ও স্বাধীন ভারত মিলিয়ে ৯২ বছরের ঐতিহ্যের অবসান ঘটান তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ২০১৬-তে তিনি রেল বাজেটকে সাধারণ বাজেটের সঙ্গে যুক্ত করে দেন। তারপর থেকে সেইভাবেই বাজেট পেশ হয়ে আসছে।

বাজেট পেশের তারিখেও পরিবর্তন

বাজেট পেশের তারিখেও পরিবর্তন

২০১৭ সালে বাজেট পেশের তারিখেও পরিবর্তন করা হয়। ফেব্রুয়ারির শেষ দিন যেখানে বাজেট পেশ করার রেওয়াজ ছিল, ২০১৭ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট পেশ করেন ১ ফেব্রুয়ারি।

কাগজহীন বাজেট

কাগজহীন বাজেট

২০২১-এর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেন তা ছিল কাগজহীন অর্থাৎ ডিজিটাল বাজেট। এটা উল্লেখ করা প্রয়োজন বাজেট ছাপার জন্য ১৯৮০ সালে নর্থ ব্লকে একটি সরকারি ছাপা খানাও তৈরি করা হয়েছিল।

হালুয়া অনুষ্ঠান

হালুয়া অনুষ্ঠান

বাজেটের আগে হালুয়া অনুষ্ঠান দিয়ে মিষ্টি মুখ করা হয়। হালুয়া অনুষ্ঠান কবে- কী কারণে শুরু করা হয়েছিল সেব্যাপারে কোনও তথ্য নেই। অন্যদিকে এবার সেই হালুয়া অনুষ্ঠান হবে কিনা, তা এখনও জানা যায়নি। গত বছরে ডিজিটাল বাজেট পেশের পরে নিষ্টি বিতরণ করা হয়েছিল।

English summary
People has to know important information on Indian Budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X