For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: মোবাইল ফোন থেকে টিভি, সস্তা হল কোন কোন জিনিস জেনে নিন এক নজরে

বাজেটে একাদিক জিনিস সস্তা হল কারণ শুল্ক কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Google Oneindia Bengali News

আজ মধ্যবিত্তের মনের মত বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন একাধিক জিনিসের দাম যেমন বেড়েছে। ঠিক তেমনই একাধিক জিনিসের দামও কমেছে। অনেক জিনিসই মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এনে দিয়েছেন নির্মলা সীতারমন। যদিও বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। কোন কোন জিনিসের দাম কমল তা একনজরে জেনে নিন।

জনমোহিনী বাজেট

জনমোহিনী বাজেট

২০২৪-র লোকসভা নির্বাচনের আগে একেবারে কৌশলী-ভোটমুখি এবং জনমোহিনী বাজেট পেশ করেছে মোদী সরকার। আয়কর ছাড়ের পরিমান বাড়িয়ে মধ্যবিত্তের মন জয় করে নিয়েছেন। এবারের বাজেটে আয়কর ছাড়ের পরিমান বাড়ানো মোদী সরকারের মাস্টার স্ট্রোক বললে ভুল হবে না। তার কারণ আয়কর ছাড় থেকে শুরু করে একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি। এবং সেগুলি সবটাই মানুষের প্রয়োজনের। রাজ্যগুলিকে ঢালাও অনুদান দিয়েছে মোদী সরকার। কৃষি থেকে রেল কোনও কিছুতেই বরাদ্দ বাড়াতে কার্পণ্য করেননি মোদী সরকার।

দাম কমল ফোনের

দাম কমল ফোনের

আমদানি শুল্ক কমল মোবাই ফোন তৈরির যন্ত্রাংশের। আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে মোদী সরকার। এখন মোবাইল ফোনের দাম কমানোর অর্থই হল মানুষের মনের কাছে পৌঁছে যাওয়া। কারণ মোবাইল ছাড়া মানুষ এক মুহূর্ত চলতে পারেন না। ব্যাঙ্কিং থেকে বিকিকিনি সবটাই হয় মোবাইলে। করোনা কালে মোবাইল ফোনের চাহিদা আরও বেড়েছে। পড়াশোনার সিংহভাগটাই এখন মোবাইল ফোন নির্ভর হয়ে গিয়েছে। গত বাজেটে দাম বাড়ানো হয়েছিল মোবাইল ফোনের। কিন্তু এবার আমদানি শুল্ক কমিয়ে ফের ব্যালেন্স ফিরিয়ে দিয়েছে মোদী সরকার।

দাম কমল এলইডি টিভি, হিরের

দাম কমল এলইডি টিভি, হিরের

সোনার দাম বাড়লেও হিরের দাম কিন্তু কমেছে। তাহলে কি হিরের গয়নার দাম কমবে এই নিয়ে জল্পনা শুরু হয়েগিয়েছে। অল্প সোনায় হিরের গয়না পরার সখ কি পুূরণ হবে আম জনতার। সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। এদিকে আবার এলইডি টিভি তৈরির যন্ত্রংশের আমদানি শুল্ক কমেছে। তার জেরে দাম কমবে এলইডি টিভির। এবার আর ঘরে ঘরে এলইডি টিভি পৌঁছে যাওয়ার কোনও অসুবিধা থাকল না। কাজেই এবার মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এসে যাবে বড় এলইডি টিভিও।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

মধ্যবিত্তের মনের মত বাজেট

মধ্যবিত্তের মনের মত বাজেট

সাধারণ মানুষের মনের মত বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাত বছর পর আয়করের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হবে না বলে ঘোষণা করেছে মোদী সরকার। তাতে সবচেয়ে বেসি আনন্দিত হয়েছেন মধ্যমানুষ। তাঁরা আয়কর ছাড়ের জন্যই অপেক্ষা করছিলেন। আয়কর ছাড় দিয়ে আরেকটি কৌশলী পদক্ষেপ করেছে মোদী সরকার। সাধারণ মানুষের হাতে নগদ টাকা বেশি করে থাকার সুযোগ বাড়বে। তাতে অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা বেশি হবে।

Budget 2023: 'গরীব, কৃষক সহ মধ্যবিত্তের স্বপ্নকে সত্যি করবে', বাজেট নিয়ে আরও যা বললেন মোদী Budget 2023: 'গরীব, কৃষক সহ মধ্যবিত্তের স্বপ্নকে সত্যি করবে', বাজেট নিয়ে আরও যা বললেন মোদী

English summary
Which items Become Cheaper after Budget 2023
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X