For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Budget 2023: কর-ছাড় থেকে করের হারে পরিবর্তন, যেসব আশা করছেন বেতনভুক কর্মীরা

প্রত্যেকবার বাজেটের আগেই যাঁরা সেই বাজেটের ফলে সরাসরি প্রভাবিত, তারা বেশ কিছু সুবিধার আশা করেন। কোনও সময় তাদের সেই আশা পূরণ হয়। আবার কখনও তা হয় না। এবারও বাজেটে কর কাঠামোর পরিবর্তনের আশা করেছেন অনেকে।

  • |
Google Oneindia Bengali News

পরের সপ্তাহে কেন্দ্রীয় বাজেট। পরের এক বছরের জন্য সাধারণ মানুষ থেকে ধীর, কর্পোরেট, শেয়ার বাজারে বিনিয়োগকারী, সবাই অপেক্ষা করে থাকেন। কর ছাড় কিংবা করের হারের পরিবর্তন কিছু হল কিনা তা তাদের ওপরে যথেষ্টই প্রভাব ফেলে।

খরচ একটু বাড়বে, না সঞ্চয়, তা অনেকের কাছেই মূল বিষয় হয়ে দাঁড়ায়। একনজরে দেখে নেওয়া যাক সাধারণ মানুষের আশা-প্রত্যাশার বিষয়গুলি।

 কর-ছাড় ও করের-হারে পরিবর্তন

কর-ছাড় ও করের-হারে পরিবর্তন

গত ৪ বছর করের হারে কোনও পরিবর্তন করেননি নির্মলা সীতারমন। এটা তাঁর পঞ্চম বাজেট। অন্যদিকে দ্বিতীয় মোদী সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তবে ২০২০-২১ থেকে কব ব্যবস্থার সরলীকরণ করা হয়েছিল। তবে অনেকেই তা বেছে নেননি। তবে এবার সর্বোচ্চ করের হার সরকার ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশে নামিয়ে আনতে পারে। পশাপাশি বেতনভুককর্মীদের কিছুটা রেহাই দিতে এবং ক্রয় ক্ষমতা বাড়াতে কিছু সুবিধা থাকতে পারে এবারের বাজেটে।

বাড়ির জন্য ঋণে সুবিধা

বাড়ির জন্য ঋণে সুবিধা

অনেকেই হোম লোন নিয়ে থাকেন। এর থেকে কর ছাড়ের সুবিধাও তারা পেয়ে থাকেন। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত সীমান রয়েছে এই ক্ষেত্রে। এক্ষেত্রেও সুবিধা বৃদ্ধি করার ব্যাপারে আশাপ্রকাশ করছেন ঋণ গ্রহণকারীরা।

কর ছাড়ের সীমাবৃদ্ধি

কর ছাড়ের সীমাবৃদ্ধি

  • মুদ্রাস্ফীতির পাশাপাশি বাড়ছে চিকিৎসার জন্য ব্যয়। সেই পরিস্থিতিতে অনেকগুলি ক্ষেত্রেই ছাড়ের সীমা বাড়ানোর ব্যাপারে আশা করছেন বেতনভুক কর্মীরা।
  • বর্তমানে স্ট্যান্ডার্ড ডিজাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করলে করদাতাদের হাতে টাকার পরিমাণ কিছুটা বাড়বে।
  • ৮০সি অধীনে কর ছাড়ের পরিমাণ দেড় লক্ষ টাকা থেকে বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করার আশা করছেন অনেকেই। করদাতাদের বোঝা কমাতে এবং মুদ্রাস্ফীতির হার বিবেচনা করেই তা করা উচি বলে মনে করছেন তাঁরা।
  • ৮০ ডি-র অধীনে স্বাস্থ্য বিমার প্রমিয়ামের ক্ষেত্রে ছাড়ের সীমা সাধারণের ক্ষেত্রে ২৫ হাজার টাকা এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০ হাজার টাকা। এই সীমা দুটি ক্ষেত্রে বাড়িয়ে দ্বিগুণ যেন সরকার করে, সেই কথা বলছেন বেতনভুক কর্মীরা।
  • ৮০টিটিএ-এর অধীনে ব্যাঙ্কে ১০ হাজার টাকার সুদে কর ছাড় রয়েছে। সব ধরণের ব্যাঙ্ক আমানতের ওপরে সুদ যেমন এফডিও ৮০টিটিএ-এর অধীনে আনা উচিত। আর ছাড়ের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা উচিত বলেও মনে করছেন অনেকে।
প্রভিডেন্ট ফান্ডে ডাবল ট্যাক্সেশন

প্রভিডেন্ট ফান্ডে ডাবল ট্যাক্সেশন

নিয়োগ কর্তারা প্রভিডেন্ট ফান্ড, সুপার অ্যানুয়েশন এবং এনপিএস-এ যে টাকা জমা করেন কোনও কর্মীর জন্য তা বছরে ৭ লক্ষ ৫০ হাজারের বেশি হলেই কর যোগ্য। অন্যদিকে সেই প্রভিডেন্ট ফান্ড/ সুপার অ্যানুয়েশন যখন তোলার সময় আসে, তা যদি শর্তের মধ্যে না হয় ( ৫ বছর চানা চাকরি) তাহলেও তা করযোগ্য। এর পরিবর্তনের সওয়াল করেছেন অনেকেই।

মূলধনী লাভে সরলীকৃত ব্যবস্থা

মূলধনী লাভে সরলীকৃত ব্যবস্থা

মূলধনী লাভের ক্ষেত্রে সরকার নিয়মের সরলী করণ করতে পারে। কেননা বিভিন্ন ধরনের সিকিউরিটিজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের করের হার এবং বিভিন্ন সময়কাল সেখানে রয়েছে। সেজন্য সেখানে সরলীকরণের কথা বিবেচনা করতে পারে সরকার।

Suvendu Adhikari: ঝাড় যেমন, বাঁশ তেমন! নিয়োগ দুর্নীতিতে কীভাবে তথ্য সামনে আসবে, ইঙ্গিত শুভেন্দুরSuvendu Adhikari: ঝাড় যেমন, বাঁশ তেমন! নিয়োগ দুর্নীতিতে কীভাবে তথ্য সামনে আসবে, ইঙ্গিত শুভেন্দুর

English summary
Budget 2023: Change in tax rate from tax-exemption, which salaried employees ares expected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X