For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও, এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে বাজারে এবার বিএসএনএলও

জিও আর এয়ারটেলের মোকাবিলায় এবার বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। মোবাইল প্রস্তুতকারক সংস্থা মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে বাজারে আসতে চলেছে নতুন ফোরজি ভোল্টে এনাবেলড 'ভারত ১' ফোন।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

জিও আর এয়ারটেলের মোকাবিলায় এবার বাজারে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। মোবাইল প্রস্তুতকারক সংস্থা মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে বাজারে আসতে চলেছে নতুন ফোরজি ভোল্টে এনাবেলড 'ভারত ১' ফোন।

জিও, এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে বাজারে এবার বিএসএনএলও

জিওকে চ্যালেঞ্জ জানাতে নতুন ফোরজি ফোন আনার কথা জানিয়েছিল এয়ারটেল। কার্বন নামক মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ১৩৯৯ টাকায় এই ফোন আনার কথা জানিয়েছিল এয়ারটেল। এবার মোবাইল প্রস্তুতকারক সংস্থা মাক্রোম্যাক্সের সঙ্গে সমঝোতায় বাজারে আসতে চলেছে ফোরজি ভোল্টে এনাবেলড 'ভারত ১' ফোন। ২২০০ টাকার ফোন কিনলে আর বিএসএনএল-এর মাসিক ৯৭ টাকার টপআপ ভরালে পাওয়া যাবে যত খুশি কলটাইম এবং ফোরজি ডেটা ব্যবহারের সুযোগ।

'ভারত ১' ফোন-এর নাম দেওয়া হয়েছে দেশ কা ফোরজি ফোন। শুক্রবার, কুড়ি অক্টোবর থেকে দেশ জুড়ে একাধিপ বিপণিতে পাওয়া যাবে এই ফোন।

বিএসএনএল এবং মাইক্রোম্যাক্সের 'ভারত ১' ফোনে থাকছে কোয়েলকম স্ন্যাপড্রাগন চিপসেট। ফোনের পিছনের ক্যামেরাটচি ২ মেগাপিকসেলের, সামনে ভিজিএ ক্যামেরা। ব্যাটারি ২০০০এমএএইচ-এর। ইন্টারনাল মেমোরি ৪ গিগাবাইট। ডুয়েল সিম হ্যান্ডসেটে থাকছে ২২ টি ভাষা। গান ও ভিডিও ডাইনলোড করার বন্দোবস্তও থাকছে বলে জানিয়েছেন মাইক্রোম্যাক্সের কো ফাউন্ডার রাহুল শর্মা। ৯৭ টাকায় বিএসএনএল-এ যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে, সেখানে জিও-র জন্য লাগছে ১৫৩ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী মনোজ সিনহা জানিয়েছেন, বিএসএনএল-এর এই পদক্ষেপে তাদের আর্থিক পরিস্থিতি ভাল হওয়ার সঙ্গে সংস্থার গ্রাহক সংখ্যাও বৃদ্ধি পাবে।

English summary
Micromax, in collaboration with BSNL, on Tuesday launched Bharat 1, which supports 4G VoLTE. BSNL is offering customers enticing deals with the Bharat 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X