For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রডব্যান্ড প্ল্যানে ফ্রি ভয়েস কল-এর সুবিধা দিচ্ছে বিএসএনএল, বিস্তারিত জানুন

আসন্ন রিলায়েন্স জিও-র ফাইবার ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে বিএসএনএল তাদের ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে ফ্রি ভয়েস কল-এর সুবিধা দিচ্ছে।

Google Oneindia Bengali News

বাজারে আসছে রিলায়েন্স জিও-র ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে এখনই ভারত সঞ্চার নিগম লিমেটেড (বিএসএনএল) তাদের ব্রডব্যান্ড প্ল্যানগুলি ঢেলে সাজাচ্ছে। ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য তারা ফ্রি ভয়েস কল-এর সুবিধা দিচ্ছে। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র বিএসএনএল এর নিজস্ব নেটওয়ার্কেই কল করার সুবিধা পাওয়া যাবে। অন্য প্ল্যানগুলিতে যে কোনও নেটওয়ার্কেই কথা বলতে পারবেন গ্রাহকরা। ১ জুন থেকেই চালু করা হয়েছে এই অতিরিক্ত সুবিধাগুলি।

বিএসএনএল ব্রডব্যান্ডের সঙ্গে ফ্রি ভয়েস কল-এর সুবিধা

বিএসএনএল কর্তৃপক্ষ জানিয়েছে ২৪৯ টাকা থেকে ৬৪৫ টাকার মধ্যে যাদের ব্রডব্যান্ড প্ল্যান রয়েছে তারা দেশের অন্য যে কোনও বিএসএনএল ব্যবহারকারীকে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রেই রাতে যে কোনও নেটওয়ার্কে ফ্রি কল করার সুবিধাও থাকছে। ৬৪৫ টাকার বা তার ঊর্ধের প্ল্যানগুলিতে ভারতে যেকোনো নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কল করার সুবিধা দেওয়া হয়েছে।

বিএসএনএল তাদের তিনটি এফটিএইটএইট প্ল্যানের ক্ষেত্রে এফইউপি ডাটার পরিমাণ দ্বিগুণ করেছে। ১,০৪৫ টাকা ১,৩৯৫ টাকা এবং ১,৮৯৫ টাকা মুল্যের ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলিতে এখন ২০০ জিবি পর্যন্ত ডাটা মিলছে। গত মাসে, বিএসএনএল ল্যান্ডলাইন এবং ব্রডব্যান্ড ব্যবহারকারীদের জন্য ফ্রি সানডে কল-এর সুবিধা দিয়েছে।

রিলায়েন্স জিয়ো শীঘ্রই বাজারে আনছে জিও ফাইবার ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা। বিএসএনএল এই আসন্ন প্রতিযোগিতা নিয়ে এখন থেকেই তৈরি হতে শুরু করলো। শোনা যাচ্ছএ জিও গ্রাহকদের জন্য 'ইনিশিয়াল প্ল্যান' হিসেবে ১.১ টিবি পর্যন্ত ডাটা দিতে পারে। জিও ফাইবার এর এই প্ল্যানে গ্রাহকরা ১০০ এমবিপিএস গতিতে প্রতি মাসে ১০০ গিগাবাইট ফ্রি ডাটা পেতে পারেন বলে জল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই, বিএসএনএল ১,১৯৯ টাকার একটি নতুন ব্রডব্যান্ড অফার চালু করেছে। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে বিএসএনএল ফ্যামিলি প্ল্যান। এতে ব্রডব্যান্ড সংযোগের পাশাপাশি মোবাইল ইন্টারনেট ডাটাও দেওয়া হচ্ছে। এর গতি ১০ এমবিপিএস। এফইউপি-র মাসিক সীমা ৩০ গিগাবাইট। ব্যবহারকারীরা তিনটি বিএসএনএল প্রিপেইড নম্বরে এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। ওই তিনটির প্রতিটি সিমে রোমিং কল-সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা মিলবে, সেই সঙ্গে প্রতিদিন এবং ১ জিবি করে মোবাইল ডাটাও পাওয়া যাবে।

English summary
BSNL offers free voice calls to their broadband plans to compete with upcoming Reliance Geo's Fiber Broadband service.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X